পুতিনের দুই মেয়ের ওপর এবার কানাডার নিষেধাজ্ঞা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা ও কাতেরিনা তিখোনোভার ওপর এবার কানাডা নিষেধাজ্ঞা দিয়েছে। দুই মেয়ে ছাড়াও পুতিনের ১৪ ঘনিষ্ঠজনের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, ইউক্রেনে হামলা চালিয়ে সেখানে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এজন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যার অংশ হিসেবে কানাডাও এই পদক্ষেপ নিয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইউক্রেনে অবৈধভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রুশ ধুনকুবের রয়েছেন।
চলতি মাসের প্রথম সপ্তাহে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন সরকার। ওয়াশিংটনের অনুসরণে ব্রিটেনও নিষেধাজ্ঞা আরোপ করে তাদের ওপর।