পুলক বড়ুয়া |||| পাখিপ্রেম
আমি পাখি ভালোবাসি
পাখিকে আদর করবো পুষবো
তাতে তোমার কী
আমি তাকে খাঁচায় রাখবো
কখনো পিঞ্জর খুলে দেব
বনের পাপিয়া খোলা হাওয়ায় ডাকবে
বনে বনে উড়বে, ঘুরবে
তাতে তুমি ক্রুদ্ধ হবে কেন
আমি চাই পরাধীন ডানা
হাওয়ার সোয়ারী হয়ে
নীলিমার নিচে নেচে যাক
সতত ডানার স্বপ্রকাশ
সহজাত স্বাধীনতা ঘুরে ঘুরে থাক
তুমি নিন্দে করার কে
এত কেন অসোয়াস্তি
সুন্দরকে স্বাগত জানাও
আমি নই অপাঙ্ক্তেয়
হাওয়ায়
রোদে
পাখায় পাখায়
স্বাধীনতা ঢেউ দেবে
তাকিয়ে তাকিয়ে দেখবো তরঙ্গ অন্তরঙ্গ
ডালে বসে গান গাইবে শুনবো
এদিক-ওদিক উড়ে যাবে দূরে যাবে
শূন্যতায় মিলাবে হারাবে
ঘুরে ফিরে ফের দেখা হবে
খুটে খুটে দানাপানি খায়
আমি দিই
খুটে খুটে দানাপানি খেলে
আমি দিলে
এতেও তোমার আসে যায়
পাখি নাকি প্রেম
কে তোমার চক্ষুশূল
অহর্নিশ
আমার বিহঙ্গ-বন্ধুতা
তোমার দুচোখের বিষ
ইচ্ছে হলে তুমি ঢেলে দিতে পার বিষ
আমি অবাক হব না
আচ্ছা, সে তো ডালে বসে শান্তিতে, স্বস্তিতে
দোল খায়, ঘুরে বেড়ায় প্রান্তরে
তার প্রতি এত হিংসে কেন
মানুষ একটা পশুকেও ভালোবাসে
তাই বলে কি সে পাশবিক—আমি
মানুষ বা পাখি ছাড়া অন্য কোনো
প্রাণি বা জন্তুকে ভালোবাসবো—তো
আমার কী সে ভালোবাসার অধিকার নেই
আমি কী অসভ্য-জানোয়ার হয়ে যাবো
অমানুষ হয়ে যাবো
তুমি ছাড়া আমি অন্য কোনো
মানুষকে ভালোবাসলে
আমাকে অমানবিক বলবে
গাল দিতে পার—
আমি তো তোমাকে
পাকেচক্রে জড়াইনি
তুমি মুক্ত বিহঙ্গের মতো
আমি তাকে ভালোবাসলে
সে তোমার সতীন হবে কেন—
তোমার ক্ষতিটা কী বলো তো
তোমার অসুবিধাটা কোথায় বলো না
পাখির প্রেমিক হলে মানুষ উধাও হয়ে
হারিয়ে যায় না
পাখি নও
পাখির মতন ডানা নেই
পাখির মতন স্বাধীনতা তোমার চাই না
ভালোলাগে না ভালোবাসো না
কিন্তু তুমি পাখিপ্রিয় নও—স্বাধীনতাপ্রিয়
পাখির মতোন ডানা মেলে
সুনীল সাগরে সাঁতার কাটতে চাও
তুমি নিজেকে কী মনে করো
তুমি তোমাকে কী মনে করো
নিজেকে নিয়ে কী ভাবো
মানবী বলে কী শ্রেষ্ঠ কিছু
আমি তো আমাকে সবার উপরে সোয়ারী ভাবি না
সবার উপরে দেবতা ভাবি না
তোমার ওপরে নিজেকে ভাবি
তুমি কি তোমাকে আরও ওপরে
নিজেকে দেবী মনে করো