প্রোপোজ ডে ||| মধুবন চক্রবর্তী
সে কোন সময়ের কথা
তখনও প্রপোজ ডে’র টিআরপি সেভাবে বাড়েনি।
দোলে লুকিয়ে রং মাখানোতেই প্রপোজের ঘ্রাণ উঁকি দিত
কী ভাবে প্রপোজ করতে হয় তার আঙ্গিক, স্টাইল, ফ্যাশন কিছুই তো জানা ছিল না
অবশ্য আশির দশকের ফিলমি গানের প্রভাব ছিল মনে।
একদিন দুপুরের কড়া রোদে স্কুল থেকে বাড়ি ফেরার পথে
হঠাৎ এক কপাল ঘাম নিয়ে একটা লাল গোলাপ হাতে দিয়ে পালিয়ে গেছিল কেউ
অবাক হয়ে গেছিলাম।
তার পর সেই গোলাপটা নিয়ে ভয়ে আর বাড়ি ফেরা হয়নি
রাস্তার কোণায় ফেলে এসেছিলাম।
আজ বহু বছর পর সেই রাস্তা দিয়েই হেঁটে চলেছি
এ দিক ও দিক তাকিয়ে খুঁজেও পেলাম না সেই গোলাপটা।
গন্ধটা পিছু নিল সারাক্ষণ
আসলে সে দিনই ছিল আমার কাছে সেরা প্রপোজ ডে।