ডোনাল্ড ট্রাম্প-তেদ্রোস আধানম গেব্রেসুস
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাল্টা জানিয়ে দিয়েছে, ওই সব ফালতু বিষয়ে সময় নষ্ট করার মতো পরিস্থিতি এখন নয়৷ আপাতত একটাই উদ্দেশ্য, করোনাভাইরাসের মহামারী থেকে বিশ্ববাসীকে উদ্ধার করা৷
সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেসুস টুইটারে লিখেছেন, ‘নষ্ট করার মতো ফালতু সময় নেই ৷ হু-এর এখন একটাই ফোকাস, মানুষের জীবন বাঁচানো ও COVID-19 মহামারি থামানো৷’করোনা মোকাবিলায় হু-র বিরুদ্ধে চীনকে বাঁচানোর অভিযোগ তুলে আগেই অর্থ সাহায্য বন্ধের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চিকিৎসা ও গবেষণার জন্য গত বছরে হু-কে দেয়া মার্কিন অর্থ সাহায্যের পরিমাণ ছিল ৪০ কোটি মার্কিন ডলার।
ট্রাম্প বলেন, বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে আমরা কিছু আশার আলো দেখতে পারছি বটে, কিন্তু চীনের দেয়া তথ্যের উপর বেশি ভরসা করে হু প্রায় প্রচুর ভুল তথ্য দিয়ে এসেছে ও এখনও দিচ্ছে।
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন