৩৫তম ফোবানার কর্মী সম্মেলন ২১ শে মার্চের পরিবর্তে ২৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে
ওয়াশিংটন:ফোবানার কর্মী সম্মেলন ২৫ জুলাই ।। আগামী ২১শে মার্চ শনিবার ওয়াশিংটনে ৩৫তম ফোবানা হোষ্ট কমিটির অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন ২৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। ৫ মার্চ বৃহষ্পতিবার ভার্জিনিয়ার ফলস চার্চের কাবাব কিং রেষ্টুরেন্টে ৩৫তম ফোবানা স্বাগতিক কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জরুরি বৈঠকে অংশগ্রহন করেন স্বাগতিক কমিটির সভাপতি ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল, সদস্য সচিব শিব্বীর আহমেদ, প্রধান সমন্বয়ক এজেএম হোসেন, কোষাধ্যক্ষ ড. ফায়জুল ইসলাম, কো-কনভেনার মজনু মিয়া, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন, খাদ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, কো-চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, সমন্বয়ক আওলাদ হোসেন মামুন, মোহাম্মদ ফয়সাল, তৌহিদুর আরিফ, মোহাম্মদ রহমান, রেসিপশন কমিটির কো-চেয়ারম্যান জেবা বাণু প্রমুখ।
সভায় ৩৫তম ফোবানার ভেন্যু হিসাবে মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারস্থ ৭ ষ্টার হোটেল ’গেলর্ড ন্যাশনাল কনভেনশন এন্ড রিসোর্ট’কে চুড়ান্ত করে আগামী ১৩ মার্চ শুক্রবারের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর হবে বলে জানান কনভেনার জি আই রাসেল। সভায় সদস্য সচিব শিব্বীর আহমেদ জানান, ৩৫তম ফোবানার ষ্পন্সর প্যাকেজ এবং ৩৫তম সম্মেলনের তিন দিনব্যাপী কর্মসুচী চুড়ান্তের পথে রয়েছে। এছাড়াও সম্মেলনের তিনদিনে ৭টি প্রতিযোগীতামুলক ইভেন্টের আয়োজন সাজানো হয়েছে। ডালাসে অনুষ্ঠিত ৩৪তম ফোবানা সম্মেলনের পর ১১ সেপ্টেম্বর থেকে ৭টি ক্যাটাগরিতে ৩৫তম ফোবানার ট্যালেন্ট হান্ট শুরু হবে।
এছাড়া এ বছর আগামী ১০ অক্টোবর শনিবার ওয়াশিংটনে ৩৫তম ফোবানার প্রেস কনফারেন্স, ১২ ফেব্রুয়ারি শুক্রবার ২০২১ ঢাকায় বাংলাদেশ প্রেস কনফারেন্স, এবং নিউইয়র্ক প্রেস কনফারেন্স আগামী ১২ জুন শনিবার ২০২১ এ অনুষ্ঠিত হবে।সভায় বাংলাদেশ কালচারাল অর্গানইজেশন ও ডিসির (বাকোডিসি) সেক্রেটারি তরিকুল ইসলাম অশ্রুর আশু রোগমুক্তি কামনায় মহান রাব্বুল আলামীনের নিকট বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ড. ফাজজুল ইসলাম। সভার পরই পরই ফোবানার কনভেনার জিআই রাসেলের নেতৃত্বে ৩৫তম ফোবানার একটি টিম তরিকুল ইসলামকে দেখতে হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
আরও পড়ুনঃ
সর্বশেষ সংবাদ
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন