বঙ্গবন্ধুর তর্জনী |||| রনজিত মজুমদার
৭ ই মার্চ এলে পরে সবচেয়ে বেশী মনে আসে,
বঙ্গবন্ধুর তর্জনীটা, বিশ্ববাসীর চোখে ভাসে ।
ভাষার মাসের আন্দোলনে জেলখানার সেই চিঠিটা,
লিখেছিলে তুমিই সেদিন সেখানেও তর্জনীটা ।
ছয় দফার আন্দোলনে লিখতে হল কত কথা,
তোমার হাতের তর্জনীটা লিখে দিল স্বাধীনতা।
৭১ এর ৭ই মার্চ জনসমুদ্রের রমনা পার্ক,
সেখানেও তর্জনীটা আকাশভেদী দিল হাক।
তর্জনীর ওই নির্দেশনায় বাঙালিরা বুঝে গেলো,
পাকীর সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হলো।
মুজিবকে নিয়ে ষড়যন্ত্রে যারা ছিল উচো,
তর্জনীটা দেখলেই তারা হয়ে যেত ছুঁচো।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন