দেশের সংবাদ

‘আমেরিকার বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে’ : সিইসি

বাংলাদেশের নির্বাচন
প্রধান র্নিবাচন কমিশনার কে এম নুরুল হুদা

বাংলাদেশের নির্বাচন থেকে যুক্তরাষ্ট্রের অনেক শেখার বিষয় আছে বলে মন্তব্য করেছেন প্রধান র্নিবাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় ৫ নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর এ মন্তব্য করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়। সেসব নির্বাচন থেকে আমাদের অনেক শেখার বিষয় আছে। আমরা প্রতিনিয়ত নতুন শিক্ষা নেই। তবে আমেরিকার আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। কারণ আমরা ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট নিয়ে চার/পাঁচ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি। কিন্তু আমেরিকা সেটি পারে না।

তাদের এ বিষয়ে আমাদের কাছ থেকে শেখা দরকার।

সূত্রঃ মানবজমিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন