বাংলাদেশে টেকসই ওয়াশ সেবা এগিয়ে নিতে ইউএনওপিএস ও ওয়াটারএইডের অংশীদারিত্বে এসডিজি ক্যাফের তৃতীয় পর্ব অনুষ্ঠিত
[ঢাকা, ০৬ জুন, ২০২৩] বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস- এসডিজি) পূরণের যাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে ইউএনওপিএস বাংলাদেশ (ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস) তাদের কার্যালয়ে আজ (৬ জুন) ৩য় বারের মতো ফ্ল্যাগশিপ গোলটেবিল বৈঠক এসডিজি ক্যাফের আরেকটি সফল আয়োজন সম্পন্ন করেছে। এসডিজি ৬ এর ওপর গুরুত্বারোপ করে ওয়াটারএইডের সহযোগিতায় এসডিজি ক্যাফের তৃতীয় পর্বে এবার ‘বাংলাদেশ’স জার্নি ইন এনসিউরিং অ্যাকসেস টু সাসটেইনেবল ওয়াশ সার্ভিসেস’ শীর্ষক এ আলোচনায় অংশ নেন আলোচকরা।
এবারের পর্বে এসডিজি ক্যাফেতে উপস্থিত হন বাংলাদেশ সরকার, একাডেমিয়া, বুদ্ধিজীবী, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী ও পরামর্শকদের প্রতিনিধি সহ মূল অংশীদাররা। অনুষ্ঠানে এসডিজি ৬ অর্জন, বাংলাদেশে টেকসই ওয়াশ সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করার ক্ষেত্রে অর্থপূর্ণ সংলাপ ও গঠনমূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বিস্তৃত অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ ভাবনাগুলো তুলে ধরেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। টেকসই ও ব্যবহারযোগ্য ওয়াশ সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করেন তিনি; পাশাপাশি, তিনি তার বক্তব্যে ভবিষ্যতের করণীয় নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, “সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে মানুষের একমাত্র মৌলিক চাহিদা হলো নিরাপদ পানি ব্যবহারের সুযোগ। বাংলাদেশ ইতোমধ্যে মানুষের জন্য পানির উৎসের উন্নতির ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে; তবে, নিরাপদ পানি ব্যবহারের সুযোগ বৃদ্ধি করতে আরও প্রচেষ্টা চালাতে হবে। আমাদের প্রত্যাশা, এ বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংস্থাগুলো কার্যকরী উপায়ে অবদান রাখতে সক্ষম হবে, যেন এসডিজি ৬ এর লক্ষ্যমাত্রা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি, মানুষের জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করা যায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ওয়াটারএইড, ওয়াটারডটঅর্গ, প্র্যাকটিক্যাল অ্যাকশন, সিমাভি, এসএমভি নেদারল্যান্ডস, এবং ইউনিসেফ এর প্রতিনিধিরা। বাকিদের সাথে তারাও আলোচনায় অংশ নেন এবং ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করার ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন বলেন, “এসডিজি ক্যাফের এই পর্বটি অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার সুযোগ করে দিয়েছে এবং টেকসই এবং অভিগম্য ওয়াশ পরিষেবাগুলি বিকাশের জন্য বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যত পথকে তুলে ধরেছে। ইউএনওপিএস এর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় ওয়াশ পরিকাঠামো উন্নয়নের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। গ্রামীণ ও শহুরে জনবসতি এবং প্রতিষ্ঠানে পানি সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা তৈরি এবং ওয়াশ-এর বিধান বিকাশের দীর্ঘ সময় ধরে কাজ করে আসছি আমরা।”
তথ্য আদান-প্রদান, অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে এসডিজি ক্যাফে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনওপিএস বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ এই এসডিজি ক্যাফে। সফলভাবে এসডিজি অর্জনের কৌশল নির্ধারণ ও অর্থপূর্ণ সংলাপে গুরুত্বপূর্ণ অংশীদারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই আয়োজন করা হয়।
UNOPS and WaterAid Collaborate to Propel Sustainable WASH Services in Bangladesh at SDG Cafe’s Third Episode
[Dhaka, 6th June 2023] Continuing the momentum of the previous ones, UNOPS Bangladesh organized another successful completion of the flagship roundtable SDG Café, an event aimed at propelling sustainable development goals in Bangladesh. With a focus on SDG 6: Bangladesh’s Journey in Ensuring Access to Sustainable WASH Services. The Café participants discussed “Bangladesh’s Journey in Ensuring Access to Sustainable WASH Services.” The third episode took place on June 6, 2023, at the UNOPS Bangladesh premises in Dhaka.
In this edition too, the SDG Café gathered key stakeholders from the Government of Bangladesh, academia/think tanks, UN agencies, INGOs, Bi-Laterals and multilateral Development partners, and policy advisors. The event fostered insightful discussions and meaningful dialogues, exploring the current scenario and way forward to increase access to sustainable WaSH services in Bangladesh and achieve SDG 6.
The Keynote speaker for this session, Hasin Jahan, Country Director of WaterAid Bangladesh, shared her insights from her extensive experience. Her expertise highlighted the present reality and future way forward in developing sustainable and accessible WaSH services. Ms. Jahan said, “Access to clean water is the single most basic human requirement for overall well-being. Although Bangladesh has made great progress in water coverage, more efforts are needed to increase access to quality water. We hope that businesses and organizations will focus on contribution in this regard with their expertise and foster the well-being of communities while contributing to SDG 6.”
Distinguished representatives from WaterAid, Water.org, Practical Action, Simavi, SNV, and UNICEF actively participated in the event, along with others, enriching the discussions and contributing their expertise to drive positive change.
Reflecting on the event, Mr. Sudhir Muralidharan, Country Manager of UNOPS Bangladesh, expressed his delight, “This episode of the SDG Café facilitated insightful discussions and highlighted the present reality and future path for developing sustainable and accessible WaSH services. UNOPS brings its extensive experience developing WaSH infrastructure from India, Pakistan, Sri Lanka to the Middle East and Africa. We have a long history of building water resource management systems and developing WaSH provisions in rural and urban communities and institutions.”
SDG Café’s third episode once again presented an engaging platform for information exchange, inclusive dialogue, and relationship building. The SDG Café is part of UNOPS Bangladesh’s ongoing efforts to promote sustainable development in the country. The event keeps on providing a forum for essential stakeholders to engage in meaningful discussions and work on successful SDG-achievement strategies.