বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত?
সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী রয়েছেন। সারা বিশ্বে যত বাংলাদেশী প্রবাসী রয়েছে তার অর্ধেকের বেশীই রয়েছেন সৌদি আরবে। এবং এখনো বাংলাদেশের অধিকাংশ বিদেশগামীচ্ছুদের প্রথম পছন্দ সৌদি আরব।
সৌদি আরব সম্পর্কে বাংলাদেশী দের জানার ইচ্ছার শেষ নেই। তাহলে আমরা কি জানি বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত?
বাংলাদেশ থেকে সৌদি আরব এর দুরত্ব হলো ৪,৫৮৪ কিলোমিটার। কথায় চার হাজার পাঁচশত চৌরাষী কিলোমিটার। বাংলাদেশ টু সৌদি আরবের দুরত্বের এই হিসেবটি সরল বিমান পথের হিসেবে পরিমাপ করা হয়েছে।
অর্থাৎ সোজা বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব চার হাজার পাঁচশত চুরাশি কি. মি.। নিচের ম্যাপটি দেখুন:
বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে বিমানের সাহায্যে সৌদি আরবে পৌঁছাতে দুই ধরনের বিমানের টিকিট ব্যবহার করা যেতে পারে। যেমন ট্রান্সফার বা পরিবর্তনসহ বিমানে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশ টু সৌদি যেতে ৭ ঘন্টা ৩৪ মিনিটের মতো লাগে৷
অন্যদিকে ডাইরেক্ট বা সরাসরি বিমানের টিকিট দিয়ে, মাত্র ৬ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া যায়।
এক্ষেত্রে ট্রান্সফার বিমান হলে কয়েকটি দেশে বিরতি নিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সরাসরি বা ডাইরেক্ট বিমান দিয়ে সময় অনেক কম লাগে।
ঢাকা থেকে সৌদি আরব ফ্লাইট এর দূরত্ব কত?
ঢাকা বিমানবন্দর থেকে সৌদি রিয়াদ বিমানবন্দরে যেতে আকাশপথের দূরত্ব হলো ৪, ৪০৭ কিলোমিটার। ঢাকা টু রিয়াদ যাওয়ার জন্য সবচেয়ে কম সময়ের ফ্লাইট ব্যাবহার করলে ৬ ঘন্টা ১৫ মিনিট সময় ব্যায় হতে পারে।
ঢাকা টু রিয়াদ ফ্লাইটের Airport Code হলো Dhaka-DAC এবং Riyadh-RUH