ফিচার্ড সাহিত্য ও কবিতা

মৃত্যুচুম্বন / বিপ্লব ঘোষ

মৃত্যুচুম্বন / বিপ্লব ঘোষ


 
যে চুম্বন তুমি রেখে গেলে  
সেই স্মৃতি নিয়ে বসে আছি ।
 
মৃত্যুচুম্বন হবে জেনেও 
অমরত্বকে ত্যাগ করেছি ।
 
জীবনের সমস্ত জাহাজ 
ভাসিয়ে ডুবিয়ে বালুচরে 
তালপাতার ছাউনি সাজ 
শুধু একবার–শেষ করে ….
প্রদোষে  ফুল রেখে যেয়ো প্রিয় – কবরে 
দেখা হবে ঠিক– কে বলে গিয়েছি মরে ! 
———-
শান্তি 
 
শেষ পর্যন্ত গিয়েছিলাম বকখালির সমুদ্রে 
যেখানে আমার সন্তান দাঁড়িয়ে আছে 
সকল হেমন্তের থেকে শীত বসন্তে 
একুশ বছর নেই কাছে ।
 
কেউ জানুক নাই বুঝুক 
আমাকে একবার যেতে হবে সকালে ।
 
কতবার নিজেকে বলেছি…
কেন যাব ! যদি ফিরতে না পারি আর ! 
 
আকাশ বাতাস ভাসিয়ে আসবে চেয়ে ..
 
সমুদ্র ফিরিয়ে দিয়েছিল ফ্রেজারগঞ্জে 
তবে আর কেন যাব শূন্য বালুচরে ! 
 
সন্তান হারালে বুদ্ধির ব্যাখ্যা কবরে শুয়ে থাকে 
শান্তির পারাবারে খোঁজে মন তারে-যাবার আগে 
সে আর আসিবে না কাছে জন্মের মত 
পড়ে থাকে অন্ধকার– বাতিঘর জাগে ।
সংবাদটি শেয়ার করুন