প্রবাসের সংবাদ ফিচার্ড

বার্লিনে হেমন্ত উৎসবে প্রবাসীদের ঢল

বার্লিনে হেমন্ত উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রবাসীরা

বার্লিনে হেমন্ত উৎসবে প্রবাসীদের ঢল

ঝড় বৃষ্টি, বাতাস, পাকা ধান, ফুল পাখি আর বাংলার আবহমান সংস্কৃতির সবচেয়ে বৈচিত্র্যময় মাস হেমন্তকালকে বরণ করে নিলো জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রবাসীরা।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বৃষ্টি আর বাতাসের মধ্যেও প্রবাসীদের ঢল নেমেছিল হেমন্তের উৎসবে।

এদিন দুই বাংলার প্রবাসীদের সংগঠন বাংলার উঠান ও সুর ও ছন্দে দুই বাংলার উদ্যােক্তারা জানালেন কেন নতুন প্রজন্মের জন্য এমন উৎসবের বিকল্প নাই। কেন হেমন্ত সব ঋতুর সেরা ঋতু।

প্রবাসী কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি, প্রবাসীদের গান ও নৃত্য শিশুদের দারুণ পরিবেশনা পুরো অনুষ্ঠানজুড়ে বাঙালীয়ানায় ভরে ওঠে পুরো সন্ধ্যা।

অনুষ্ঠানের সবশেষে মঞ্চে উঠেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী” আমি শুনেছি সেদিন নাকি ও যশোর রোড খ্যাত মৌসুমি ভৌমিক। কোন প্রকার বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় গান গেয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি শ্রোতাদের কাছে এতটা প্রিয়। গানের মাঝে মাঝে শোনালেন দ্রোহ, গণতন্ত্র, বিশ্ব রাজনীতি ও মানুষের অধিকারের কথা।


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন