বিশ্ব

বিক্ষোভের সময় কেন বাঙ্কারে ঢুকেছিলেন, ব্যাখ্যা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । পুরানো ছবি

বিক্ষোভের সময় কেন বাঙ্কারে ঢুকেছিলেন, ব্যাখ্যা দিলেন ট্রাম্প । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাঙ্কারে কেন ঢুকেছিলেন তা নিয়ে চলছে নানা আলোচনা। এ বিষয়ে নিজেই মুখ খুললেন তিনি। ব্যাখ্যা দিলেন বাঙ্কারে প্রবেশের কারণ।

ট্রাম্পের দাবি, নিজের নিরাপত্তার জন্য নয়, হোয়াইট হাউজের নিরাপত্তা বাঙ্কার পরীক্ষা করতে সেখানে প্রবেশ করেছিলেন।

গতকাল বুধবার ফক্স নিউজের রেডিও শোতে উপস্থাপক ব্রায়ান কিলমায়াডের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, দিনের বেলাতেই বাঙ্কার পরিদর্শনে যান তিনি। ওই সময়ে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। হোয়াইট হাউজের একটি গোপন বাঙ্কারে লুকিয়ে ছিলেন তিনি।

নিউ ইয়র্ক টাইমস জানায়, বিক্ষোভ চলাকালে রাতের বেলায় প্রায় এক ঘণ্টা তাকে সেখানে রাখা হয়। পরে অন্য সংবাদমাধ্যমগুলোও এই ঘটনা প্রকাশ করে।

ট্রাম্প দাবি করেন, পরিদর্শনের কাজে এর আগেও দুই-তিনবার সেখানে গেছেন তিনি।

সিক্রেট সার্ভিস তাকে সেখানে যেতে বলেছিল কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, তারা আমাকে কোনো কিছুই বলেনি। তবে তারা আমাকে বলেছিল নিচে নামার জন্য এটা ভালো সময়, দেখে আসার জন্য ভালো সময়। কারণ, কোনো না কোনো সময় সেখানে যাওয়ার হয়তো দরকার পড়তে পারে। আমি দেখতে গেলাম, নিচে গেলাম খুব, খুব অল্প সময়ের জন্য। আমার সঙ্গে আমার পুরো দলটি গেল পরিদর্শনের জন্য।’

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায় ট্রাম্পের সঙ্গে বাঙ্কারে প্রবেশ করেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাদের ছেলে ব্যারন ট্রাম্প। ট্রাম্প রেডিও শোতে বলেন, ‘আর ব্রায়ান তখন দিন ছিল, রাতের সময় নয়। আমার মনে হয় খবর প্রকাশ হয়েছে রাতের বেলা গিয়েছি।’

প্রসঙ্গত, ২০০১ সালে ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর হোয়াইট হাউজের সুরক্ষিত বাঙ্কারটি প্রথম ব্যবহার করেন ওই সময়ের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তখন আশঙ্কা করা হয়েছিল হোয়াইট হাউজেও হামলা চালাতে পারে আল কায়েদা। আর তারপর থেকেই ওই বাঙ্কারটি আবারও সচল করে রাখা হয়। -আমাদের সময় থেকে

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন