মৌলভীবাজার এর কন্যা তুমি – গর্ব এ বাংলার।
অগ্নিমন্ত্রে দীক্ষিত তুমি – আন্দোলনে সক্রিয় ছিলে।
ভেঙে কতো দিয়েছিলে তুমি – অনৈতিক প্রচলিত প্রথা।
তার প্রতিবাদে ঘটেছিল তোমার – বিপ্লবী চেতনার স্ফুরণ।
অগ্নি যুগের বিপ্লবী সকলের – সাথে হয়েছিল ভাব।
অখণ্ড বাংলায় তোমার নেতৃত্বেই – শুরু নারী জাগরণ।
তোমার দ্বারাই হয়েছিল এদেশে – প্রগতির ক্রমবিকাশ।
তোমার চেতনায় মুগ্ধ হয়েছিলেন – স্বয়ং নেতাজী সুভাষ।
বিপ্লবে তুমি করে তুলেছিলে – বৃটিশ রাজকে অস্থির।
চুরমার করে চেয়েছিলে দিতে – ঘাতকের শক্ত ঘাঁটি।
সংকল্পে লালিত তোমার – স্বাধীন স্বদেশ ভুমি।
লাঠিখেলা শেখানো হতো – শেখা হতো চালনা অস্ত্র।
ধরেছিল কাঁপন জুলুম নির্যাতন – বৃটিশের রাজতন্ত্রে।
শিক্ষাই হবে আদায়ের হাতিয়ার – স্বদেশের স্বাধিকার।
প্রতিষ্ঠিত হয়েছিল অবৈতনিক স্কুল – তোমার অধ্যাবসায়ে।
পৃষ্ঠপোষকতার অভাবে যায়নি তো করা – স্মৃতি সংরক্ষণ।
অর্পিত হয়েছে সরকারের অনুকূলে – লীলা নাগের বাড়ি।
থাকবেই তুমি আমাদের লীলা – ইতিহাসে রহিবে অমর।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন