ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ -এর  কবিতা

বিপ্লব ঘোষ -এর  কবিতা


ক্ষমা চাও  

মানুষের কঠিন অসুখ এখন                                                                                      দম বন্ধ বন্দী জীবন ।


এসব একদিনে তো হয়নি
কত সয়েছে পুড়েছে বন প্রান্তর
এর নাম প্রতিশোধ জানি ।

ফুলে ফলে রঙে ছেয়েছে চরাচর
মরুভূমি আজ বাগান সরোবর ।

কেমন পাল্টে গেল তবে
মানুষ তুমি বুঝবে কবে ?
সময় আছে, ক্ষমা চাও ।


মন 
আমার শীত করছে
একা ঘরে রাজপ্রাসাদে
বহুদূরে বৌ মেয়ে, ফিরে আসবে
রাজধানীতে লকডাউন হবে
মেয়ে বলছে,বাবা ব্যবস্থা করো
এখন যেতে না পারলে
পরিযায়ী শ্রমিকের মতো …

আমার শীত করছে না
সৈনিকের মতো যুদ্ধ শেষে
ওরা ফিরেছে ঘরে।

আমি বিছানায়,শীত করছে।

——-


সাঁকো  
তোমায় বলতে পারিনি
বহুদিন ধরে
আমি খাদের জঙলে …
যেমন জাহাজ ভেঙে পড়ে ।

বাঁশি বাজে ,সকাল রাত্রি
একমাত্র সাঁকো ।

বলতে পারিনি,কেমন করে যাবো
যদি বাতাস হয়ে ডাকো ।
সংবাদটি শেয়ার করুন