অবিশ্বাস্য হলেও সত্য ফিচার্ড

বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘণ্টায় আফ্রিকা থেকে নেদারল্যান্ডস

প্রতীকী ছবি

বিমানের চাকায় লুকিয়ে ১১ ঘণ্টায় আফ্রিকা থেকে নেদারল্যান্ডস

মালবাহী বিমানের সামনের চাকায় লুকিয়ে প্রায় ১১ ঘণ্টার পথ পেরিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস পৌঁছেছেন এক ব্যক্তি। রবিবার আমস্টারডামের শিফোল বিমানবন্দরে অবতরণকারী কার্গোলাক্সের একটি মালবাহী বিমানের সামনে চাকার নিচে থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ। খবর দ্য সাউথ আফ্রিকান’র।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে মালবাহী ওই বিমানের আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা। এই সময়ের মাঝে কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে একবার যাত্রাবিরতি করেছিল বিমানটি।

ডাচ সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি বিবেচনায় ওই ব্যক্তি এখন সুস্থ আছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

নেদারল্যান্ডস পুলিশের মুখপাত্র জোয়ান্না হেলমন্ডস বলেছেন, এটি অবশ্যই অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এত উচ্চতায় কেউ বাঁচতে পারেন, তা একেবারে অস্বাভাবিক। ওই ব্যক্তির বয়স এবং জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার স্বাস্থ্য নিয়েই আমাদের প্রথম উদ্বেগ ছিল।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন