দেশের সংবাদ

কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চল থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার

কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চল থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া সংরক্ষিত বন এলাকা থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার(২৪ জানুয়ারি) রাতে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরির পিছনে বনবিভাগের সংরক্ষিত বনায়নের জঙ্গল থেকে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পান ছোট গাছে একটি শাড়ি ঝুলানো। পরে কয়েকজনকে সাথে নিয়ে কাছাকাছি গিয়ে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে শাড়ি, মাথার খুলি ও হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে এসময় কঙ্কালের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া শাড়ি দেখে প্রায় সাড়ে ৫মাস আগে (গত ২৮ জুলাই ২০২১) নিখোঁজ হওয়া কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় গ্রামের হাজেরা বিবির (৫০) কঙ্কাল বলে দাবী করেন হাজেরার ছেলে সোহেল আহমেদ। সোহেল মাধবপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আসিদ আলীর ভাগিনা।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী জানান, শাড়ি দেখে মনে হচ্ছে এটি তার ছোট বোন হাজেরা বিবির। উল্লেখ্য, গত ২৮ জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরির পেছন থেকে একটি কঙ্কালের মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করা হয়েছে। তবে কঙ্কালের অংশবিশেষের পাশে থাকা আলামত দেখে ধারণা করা হচ্ছে এগুলো প্রায় সাড়ে ৫মাস আগে নিখোঁজ ঐ মহিলার হতে পারে। তবে ডিএনএ টেস্ট ছাড়া সঠিক তথ্য দেওয়া যাবে না। আগামীকাল মঙ্গলবার সকালে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে, রির্পোট আসলে বলা যাবে কঙ্কালের অংশবিশেষগুলো কার।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

আপনার মতামত দিন
সংবাদটি শেয়ার করুন