সাহিত্য ও কবিতা

বৃষ্টিবার্তা |||| পুলক বড়ুয়া


বৃষ্টিবার্তা

-পুলক বড়ুয়া


এসে গেছেন ?
—বাহ্ !

একদম খাপে খাপ !
সোনায় সোহাগা  !
কোনো কৈফিয়ত নেই !

ভুলেই গিয়েছিলাম
হয়তোবা নাগরিক-যান্ত্রিক ধন্দে
আজ আষাঢ়ষ্য প্রথম দিবস
এমন দিনেই তো, আপনারই তো আসার কথা …

ওই তো, হাতে কদম ফুল …সেটাই তো, স্বাভাবিক !
বাংলার বৃষ্টি । বাংলার বর্ষা । বাংলার বর্ষণ ।

ঝিরি ঝিরি । ঝুম ঝুম । রিনি ঝিনি ।
অঝোর । তেরছা । খাড়া । মুষলধারা ।

আষাঢ় । শ্রাবণ ।প্লাবন ।

মেঘঋতু । বৃষ্টিঋতু ।

কিন্তু, আমার প্রিয়ে … তার
আসার কাল কোনটি বলুন তো ?
সে তো কোনো কালেই এল না;
সে কী ঋতুহীন, কালহীন,—দেশকালপাত্রচ্যুত !

আমি ও সে আপনার মতোন সহজ স্বচ্ছন্দ
বর্ণ-গন্ধ মগ্ন একজোড়া মনের নূপুর
এক মাতোয়ারা মরসুম : অতল জলের কাব্য !

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন