সাহিত্য ও কবিতা

হায়রে পাতকী সমাজ!  ।।।। বিশ্বজিৎ মানিক


হায়রে পাতকী সমাজ!
-বিশ্বজিৎ মানিক


বাংলাদেশে ঘটে যাওয়া – ঘটনা জব্বর
সমাজের মুখে দিলো – চুনকালি, ঠোক্কর।

করোনায় আক্রান্ত হয়ে – উপ কর কমিশনার
মৃত্যু হলো সুধাংশু সাহার – গত সোমবার।

করোনায় আক্রান্ত ছিলেন – স্ত্রী কন্যা মিলে
ভর্তি তাকে করা হয় – ঢাকা মেডিকেলে।

এখানেই করেন তিনি – শেষ নিঃশ্বাস ত্যাগ
স্ত্রী কন্যা কোয়ারান্টাইনে – আছে থেকে আগ।

তাদের বাহিরে আসা – সরকারি বারণ
স্বাস্থ্য ঝুঁকি মেনে চলা – নিরাপত্তার কারণ।

মৃত্যুকালে স্ত্রী কন্যার – হয়নি তাকে দেখা
তাদের ছিল বুঝি এই – কপালের লেখা।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি’র – পাড়ামাসি গ্রামে
লাশ দাহে গ্রামবাসী – প্রতিবাদে নামে।

করোনায় মরা লাশ – গ্রামে আনা বাধা
প্রতিকারে নামে নাই – তার কোন দাদা।

দাদারা ঘরে বসে – করে দাদাগিরি
নেতা নির্বাচনকালে তারা – করে মারামারি।

আত্মঘাতী কুটনীতি – আছে তাদের জানা
গুণে, মানে দূর্বলকে – দেয় তারা হানা।

সমস্যা সমাধানের – আলোচনায় নাই
সবলের পদলেহী – ডাকে দাদাভাই।

সিরাজগঞ্জের বেলকুচির – প্রশাসন নির্বিকার
অবশেষে শ্বশুর বাড়ির শ্মশানে – হয় সৎকার।

টাংগাইল জেলার ঘাটাইলের – নির্বাহী কর্মকর্তা
সুধাংশু’র লাশ দাহে – দিলেন শুভ বার্তা।

প্রশাসনের লোকজন – সাথে করে নিয়ে
শ্মশানে ছিলেন তিনি – উপস্থিত হয়ে।

স্ত্রী কন্যা ছিল তার – ঢাকায় লকডাউনে
স্বামী, পিতার লাশ দাহে – আসেনি শ্মশানে।

উৎসবে, পূজায় যারা – চাঁদা নিতে চায়
সনাতনী যুব সমাজ – গেলো আজ কোথায়?

কোথা গেলো বেলকুচি’র – হিন্দু বৌদ্ধ খ্রিস্টান?
ঘাটাইলের শ্মশানে দাহে – ভাই মুসলমান।

মানুষ, মানুষ হলেই – ধর্মভেদ কিছু
ছোট জাত,বড় জাত – নেই উঁচু নীচু।

১২/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

সংবাদটি শেয়ার করুন