ফিচার্ড সাহিত্য ও কবিতা

বাংলা সাহিত্যে শুরু হল নতুন ঘরানা—যুগলবন্দি

বাংলা সাহিত্যে শুরু হল নতুন ঘরানা—যুগলবন্দি


আজ বাড়ি ফাঁকা | সিদ্ধার্থ সিংহ
 
ফোনে না পেয়ে শুধু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কল নয়,
যেহেতু বলে রেখেছিলাম, আমাকে না পেলে একটা হোয়াটসঅ্যাপ
বা ম্যাসেজ করে রেখো,
তাই ও কী বলতে চাইছে জানার জন্য 
হোয়াটসঅ্যাপ খুলতেই দেখি
ও লিখেছে, ‘আজ বাড়ি ফাঁকা’
সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম, মা কোথায়? 
ও বলল, মা পুরী বেড়াতে  গেছে।
 
আমি সব কাজ ফেলে মেট্রো ধরে দমদম
সেখান থেকে টোটো ধরে নাগেরবাজার
ওখান থেকে রিকশা নিয়ে সোজা ১০ নম্বর গলি
 
যেতে যেতে বারবার ওর সঙ্গে কথা হচ্ছিল ফোনে
রিকশা থেকে নেমে দেখি, গলির মুখে ও
বললাম, চলো।
ও বলল, কোথায়?
আমি বললাম, কেন, তোমাদের বাড়িতে।
ও বলল, বাড়িতে তো মা আছে…
— তুমি যে বললে মা পুরী গেছে!
ও একগাল হেসে বলল, ওটা না বললে কি তুমি এখন আসতে!
 
এখনও ফোনে না পেয়ে ও যখন লেখে, আজ বাড়ি ফাঁকা
আমি সঙ্গে সঙ্গে লিখি, তা হলে পড়তে বসে যাও।
 
———————-
 
ফাঁকা | মধুবন চক্রবর্তি
 
বাড়ি ফাঁকা কি থাকতেই হবে? 
না হলে কি ভালবাসাবাসি হয় না? 
বলতেই হবে গোয়াল শূন্য?
দুষ্টু গরুও তো আসতে পারে
কেন, একটা আস্ত ভালোবাসা
কি বাড়ি হয়ে উঠতে পারে না? 
একেবারে মনের বাতিঘর
নির্জন নিরিবিলি!
কই আপনাকে ডাকলে কোনোদিন তো
ফাঁকা হতে পারেন নি!
শুধু অজুহাত খুঁজেছেন
ভালো না বাসার
পেরেছেন একটু ফাঁকা হতে? 
ভেবে বলুন
ভেবে বলুন।
সংবাদটি শেয়ার করুন