ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা
মিয়ানমার-কেন্দ্রিক একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুই ধাপের ভূমিকম্পটি ব্যাংককেও বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। এর ফলে শহরে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৮ মার্চ) থাই প্রধানমন্ত্রী পাইটংটার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ব্যাংকক শহরজুড়ে ভবনগুলোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে শহরের উত্তরাঞ্চলে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন ভবনও রয়েছে।
ব্যাংককের উত্তরাঞ্চলে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন ভবনটি। ছবি: সংগৃহীত