ফিচার্ড বিশ্ব

ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

ব্যাংককে মানুষজনকে আতঙ্কে ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। ছবি: সংগৃহীত

ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

মিয়ানমার-কেন্দ্রিক একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দুই ধাপের ভূমিকম্পটি ব্যাংককেও বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। এর ফলে শহরে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৮ মার্চ) থাই প্রধানমন্ত্রী পাইটংটার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ব্যাংকক শহরজুড়ে ভবনগুলোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে শহরের উত্তরাঞ্চলে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন ভবনও রয়েছে।

3ব্যাংককের উত্তরাঞ্চলে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন ভবনটি। ছবি: সংগৃহীত

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া থাইল্যান্ডের ব্যাংককসহ অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, ভূমিকম্পের প্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীর মানুষজনকে আতঙ্কে ভবন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং পরবর্তী করণীয় পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। আল জাজিরা বলছে, ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকার খবর পাওয়া গেছে। এমনকি ব্যাংককে কিছু মেট্রো এবং হালকা রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। –ইত্তেফাক


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন