মধুবন চক্রবর্তীর দু’টি কবিতা
বোলো না
কারোর সঙ্গে প্রেম হলে বোলো না
আগের মতোই অবহেলা কোরো
আমি বুঝে যাব তুমি জংলি খুঁজে পেয়েছ।
কারোর সঙ্গে মন দেওয়া নেওয়া হলে বোলো না
আমি বুঝে যাব
রাতের নীল আলো দেখে।
কারোর সঙ্গে মন কষাকষি হলে বোলো না
বুঝে যাব দূর থেকে
কষা মাংস রান্না হচ্ছে অথবা কড়া পাকের সন্দেশ।
বলে দিলে মৃত্যুকে সহজেই আলিঙ্গন করতে পারব
তুমি কি চাও আমি ভবনাটুকুও আস্তাকুড়ে ফেলে আসি?
————————
ভালোবাসা
ভালোবাসার চেয়ে ঢের সুখ ভালো না বাসায়,
প্রেমের দরকষাকষি অহরহ,
ভালো না বাসা ঠিক যেন দুপুরের নিশ্চিন্ত ঘুম
যেন মায়ের ডাকে পড়ন্ত বিকেলে খেলাশেষে ঘরের ছেলের ঘরে ফেরা।
একবার ভালবেসে দেখো
সন্দেহের তেলাপোকা, হিংসা, দ্বিচারিতা ও ছলনার ঘুণপোকাগুলো কামড়ে ধরছে
কণ্ঠা ও বিশ্বাসে।
ভালো না বাসলে চামড়া টানটান থাকে; কোনো টোনার লাগে না,
ঘাটতি পড়ে না ভালোবাসায়