দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জ পৌর এলাকায় কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

কমলগঞ্জ পৌর এলাকায় কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

আসন্ন রমজান মাস উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতায় রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, দেওয়ান আব্দুর রহিম মুহিন।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, কমলগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৮৫টি পরিবার এ সুবিধা পাবে। প্রাথমিকভাবে ৪টি ওয়ার্ডে রোববার থেকে ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি মসুরের ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও কার্যক্রম চলবে। মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ প্রান্তিক জনসাধারণের মধ্যে সুফল বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন