Uncategorized ফিচার্ড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু ‍দিবস উপলক্ষে চিত্রাঙ্কন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু ‍দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।

১৯ মার্চ ২০২২, মাদ্রিদ : মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে অদ্য স্পেন প্রবাসী বাংলাদেশী শিশুকিশোরদের জন্য বয়স ভিত্তিক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।  আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশী শিশু কিশোররা তাদের অভিভাবকদের সাথে দূর দূরান্ত থেকে দূতাবাসে এসে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী তাদের শিশু কিশোরসহ উপস্থিত ছিলেন ।

রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বিকাল ৪.০০ ঘটিকায় স্বাগত বক্তব্যের মাধ্যমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সূচনা করেন। শুরুতেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে স্পেন প্রবাসী বাঙ্গালী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দূতাবাস সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি আরো বলেন যে, বঙ্গবন্ধু শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত দূরন্ত, পরোপকারী ও স্বাধীন চেতা। তিনি শিশুদেরকে খুব স্নেহ করতেন এবং তাদেরকে আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বদা উপদেশ দিতেন। বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। আজকের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনূপ্রানীত হয়ে প্রকৃত মানুষ হওয়ার জন্য তিনি আহ্বান জানান। ভবিষ্যতে দূতাবাসে আরো এরকম প্রতিযোগিতার আয়োজন করবে এবং শিশুকিশোরদেরকে স্বত:র্ফুতভাবে অংশগ্রহনের আহবান জানান। এরপর, মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্পেনের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০-৫০ জন শিশু কিশোর অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে রাতের খাবারে আপ্যায়ন করা হয়।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন