বিশ্ব

মর্গে নেওয়ার পর চিৎকার করে উঠলো মৃত ঘোষিত ব্যক্তি

মৃত ঘোষিত ব্যক্তি
হাসপাতাল কর্তৃক মৃত ঘোষণার পরও বেঁচে থাকা পিটার

মর্গে নেওয়ার পর চিৎকার করে উঠলো মৃত ঘোষিত ব্যক্তি

প্রচণ্ড পেটে ব্যথার চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর স্বাস্থ্যের অবনতি হয় তার। এক পর্যায়ে ডাক্তার তাকে ‍মৃত বলে ঘোষণা করে। এরপর মরদেহ সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় মর্গে। কিন্তু মর্গে ঢুকিয়ে লাশ সংরক্ষণ প্রক্রিয়ার শুরুর সাথে সাথে চিৎকার করে উঠেন মৃত ঘোষিত ব্যক্তি !
সম্প্রতি ঘটনাটি ঘটেছে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে। ঘটনার শিকার ৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম পিটার কিগেন। ঘটনার পর ওই ব্যক্তির ভাই সংবাদমাধ্যমকে বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই। মর্গ থেকে দেহ নেওয়ার জন্য আমাকে কাগজপত্রও দিয়েছিলেন নার্স। দেহ সংরক্ষণের কাজ শুরুর আগে আমাকে মর্গে ডেকে পাঠানো হয়। সেখানে যেতেই চমকে যাই। দেখি, ভাই নড়াচড়া করছে। আমি বুঝতে পারছি না একজন জীবিত ব্যক্তিকে কী ভাবে মর্গে নিয়ে যাওয়া হল।’
জীবিত অবস্থায় মর্গে যাওয়া পিটার কিগেন বলেন, ‘যা ঘটল তা আমি বিশ্বাস করতে পারছি না। কী করে ওরা বুঝল আমি মৃত? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য।’
কেনিয়ার হাসপাতালগুলোয় রোগীদের প্রতি অবহেলার অভিযোগ পুরোনো।

সূত্রঃ আরটিভি অনলাইন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন