যুদ্ধ এক দুঃখ । রাজারাজরাদের আনন্দ, অধিকার অর্জনে প্রাণ যায় নিরীহমানুষের।
১৭৬জন আনন্দময় মানুষ বাড়ি ফিরছিল, কাজে যাচ্ছিল ছুটি শেষে।
তাদের বিমানটি ইরানের মিসাইলের আঘাতে পরে গেল। সবাই প্রাণ হারাল শিশু, নারী, পুরুষ। ৬৩টি জন কেনেডিয়ান আদি ইরানের অধিবাসি। কানাডার প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল বিমানটিতে । মেধাবী ছাত্র , পি এইচডি শিক্ষার্থি,পেশাজীবী, ডাক্তার , ইঞ্জিনিয়ার।
বিশাল ক্ষতি ১৭৬টি পরিবারে এক নিমিষে অনেক ভালোবাসা শেষ হয়ে গেল। পরিজন যারা অপেক্ষায় ছিল স্বজনের সাথে মিলনের প্রত্যাশায়; তাদের মৃত দেহ সমাধীস্থ করার জন্য এখন অনেকে ইরান যাচ্ছেন।
একজন বাবা অপেক্ষায় ছিলেন তার ছোট বাচ্চাটির সাথে মিলনের। স্কুল খুলে গেছে। ইস্কুল থেকে জানতে চাইল ফোন করে বাচ্চা কেন স্কুলে যায়নি। বাচ্চাটা হয়তো আজ স্কুলে যেত কিন্তু বাবা জানাল, ও আর কোনদিন স্কুলে যাবে না। বাবা অপেক্ষায় ছিল সকালে এয়ারপোর্টে রিসিভ করে বাড়ি নিয়ে আসার। অথচ প্লেনটা পথ পারি দিয়ে মেয়েকে বাবার কাছে পৌঁছে দেয়ার সময়ই পায়নি।
তিনদিন আগে বিয়ে করে ফিরে আসছিল দম্পতি তাদের পথ চলা শেষ হয়ে গেল শূন্য থেকে।
স্বামীকে শেষ টেক্সটা পাঠিয়েছিল স্ত্রী, প্লেনে বসে,পরিবেশটা আতংকজনক এই এলাকার আমার ভালো লাগছে না।
গতকাল থেকে এতগুলো মানুষের মৃত্যুর, এই খবর থেকে কিছুতেই মন সরাতে পারছি না।
ইউক্রেনের প্লেনটা আক্রান্ত হয়েছে তেহরান থেকে উড়েই দুই মিনিটের মধ্যে।
ডোনাল্ট ট্রাম্পের কাসেম সোলেমানী হত্যার বদলা গেল এতগুলো নিরিহ প্রাণ।
বছর জুড়ে আরো কত ভয়াবহতা আরো কত প্রাণের উচ্ছাস থেমে যাওয়া দেখতে হবে, সে আতংকে আছি।
–রোকসানা লেইস এর ফেসবুক থেকে
আরও পড়ুনঃ ওই মহামানব আসে…
আরও পড়ুনঃ মুজিববর্ষে আমাদের প্রত্যাশা
আরও পড়ুনঃ জগতে জ্যোতির্ময় জাতির জনক
আরও পড়ুনঃ ইরানে বিমান বিধ্বস্তে জাস্টিন ট্রুডোর সমবেদনা
আরও পড়ুনঃ ভবঘুরে মজনুর বিকৃত জীবন
আরও পড়ুনঃ ইরানে বিমান বিধ্বস্তে জাস্টিন ট্রুডোর সমবেদনা
আরও পড়ুনঃ মুজিববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন