র্যাব -ডাকাতের গোলাগুলিতে কৃষক নিহত
কক্সবাজারের ভারুয়াখালীতে র্যাব-ডাকাতের গোলাগুলিতে বায়তুল্লাহ নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মুরা পাড়ায় অপহৃত এনজিওকর্মীকে র্যাব উদ্ধার করতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত ছৈয়দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে অপহৃত হয়। বিষয়টি র্যাব জানতে পেরে ভারুয়াখালীর ৯ নং ওয়ার্ড মুরা পাড়ায় এলাকার পাহাড়ে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে র্যাব। গোলাগুলির এক পর্যায়ে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত বায়তুল্লাহর ভাই করিম উল্লাহ জানান, শেরে বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ-মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বাজারে আসলে সবার মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিতো।
এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় ডাকাত ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে বলে জানা গেছে র্যাব সূত্রে।
র্যাব-১৫ এর জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, এ বিষযে পরে বিস্তারিত জানানো হবে।
সূত্র: দেশ রূপান্তর
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।