সাহিত্য ও কবিতা

লাগছেনা সিজার || বিশ্বজিৎ মানিক

লাগছেনা সিজার
লাগছেনা সিজার || বিশ্বজিৎ মানিক

জন্ম দানে লাগছেনা যে – এখন আর ‘ সিজার ‘
যেমন ভাবে লাগতোনা তা – তোমার আমার মা’র।

প্রাকৃতিক নিয়মেই হয় – মা’দের সন্তান প্রসব
আগেও কিন্তু ছিল নিয়ম – ঘরেই হতো এসব।

জন্ম কালে মা’কে হতো – আতুর ঘরে নেওয়া
মা হতে লাগতোনা যে – ডাক্তার খানায় যাওয়া।

গ্রামে গ্রামে ছিলেন তখন – ধাত্রী নামে মাতা
তিনিই ছিলেন ডাক্তার আর – বিপদ কালের ত্রাতা।

বাঁশের ‘ ছালে ‘ কাটা হতো – সন্তানের নাড়ী
সন্তানের জন্মস্থান ছিল – নিজেদেরই বাড়ি।

করোনার আগেও ছিল – ডাক্তারই যে আস্থা
এখন আর তেমন কোন – নেই যে অবস্থা।

ডাক্তারের চেম্বার এখন – হ’য়ে আছে ফাঁকা
ঔষধ কিনে আনতে আজ – লাগছেনা আর ” ঝাকা “।

একের পর এক কিন্তু – করতে হয় না ‘ টেস্ট ‘
মা’য়েরা সব আছেন এখন – খুবই কিন্তু ‘ বেস্ট। ‘

জাগছে আবার প্রকৃতি – জন্ম হচ্ছে ‘ নর্মাল ‘
ডাক্তারের কাছে যাওয়া – আগে ছিল ‘ ফর্মাল ‘।

সুখের ভান্ডার হলো এখন – নিজের বাসস্থান
জন্ম দানে করো মা’গো – ঘরেই অবস্থান।

লতাপাতা’র ঝোল খাও – আগের মতো করে
সব কিছুই এনে দেবে – ঘরে তোমার বরে।

শান্তিতে থাকবে গো মা -গরবিনী হয়ে
লালন করবে সন্তান তুমি – সকলেরে লয়ে।

১২/০৫/২০২০ খ্রিস্টাব্দ।


 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন