সাহিত্য ও কবিতা

আবছায়া ||| পুলক বড়ুয়া 

আবছায়া ||| পুলক বড়ুয়া


 

পার হয়ে যাই  
যেতে যেতে ফিরে চাই
ফিরতে ফিরতে দেখি
বারবার ফিরে ফিরে দেখি 
না ফিরে পারি না না তাকিয়ে পারি না ফেরায় পথ 
মাঝে মাঝে তাকাই পেছনপানে
পথের টানেই পথকে তাকাই 
পথিক কী আমি চিনি 
হয়তবা হয়তনা 
পথ থেকে পথে ডাকি আপন মঞ্জিল 

 


ধর কেউ কাউকে চিনি না
মাঝে মধ্যে হয় হয়তবা চিনি ঠিক 
সে যাক পথের শেষে
ফের তার মৌতাত  শূন্যতা চাখে চোখ 
যতদূর দৃষ্টিপাত 
আঁখির অঞ্জনে আঁকা তার মিহি ঘ্রাণ 
হাওয়ার জিহ্বায় লেগে থাকে তার উড়ো-স্বাদ 
আলোর আঁখিতে লেগে থাকে তার চোখা-স্বাদ 
সমস্ত সরণীজুড়ে সন্তরণ আর
হারায় পথের মতো সেইসব তীরচিহ্ন 
মিলায় পথের মতো সেইসব দিকচিহ্ন 
দিগভ্রান্ত পথিকের মতো …

 

আঁখিপাতে সবিস্তার কুয়াশার মতো 
মনে হয় জেগে থাকে আবছায়া কেউ …
 
নদীর স্রোতের মতো খালি বুকে
শূন্যপথে পানিপথে ওঠে তার ঢেউ !
সংবাদটি শেয়ার করুন