ফিচার্ড সাহিত্য ও কবিতা

ক্ষমা / বিপ্লব ঘোষ 

ক্ষমা / বিপ্লব ঘোষ



আর কত আঘাত পেলে বলো পৃথিবী 
শহিদ হয়ে বিদায় নেবো ! 
জানি এখন আর কোনো কিছু নেই 
সমস্ত জয়ও আমারই পরাজয় ।
সব হারিয়ে শূন্য হয়ে দাঁড়িয়ে আছি 
চলে গেলে আর ফিরব না ।
তাই অপেক্ষায় আছি– শোনো  
শুধু ক্ষমা চাইবার দিয়ো অবসর ।
আমি কবি বলে বলছি নে 
কবির কেহ আপন নয় । 
একলা রাতের বিষাদ নদী জীবন । 
———-
ভাসাও তরী 
নদীর পারে জন্মে দেখেছি 
কখনো জলে– স্থলে সয়েছি 
এবার ভাসাও তরীখানি 
অনন্তের তীরে যাবো জানি ।
কতজন যে গেছেই চলে  
তারা আর ফিরবে না বলে….
আমার কি ছিল কোনো দোষ ! 
তাহলে তো হতো না আফসোস ।
শোক,আঘাতে শেষের বেলা  
অনেক কথার মিথ্যে খেলা 
অমর্ত্য সত্যের কাছে যাবো  
চুপ করে থাকি– খুঁজে পাবো ।
—–
ভালবাসা 
ভালবাসা নিয়ে কত গল্প 
ভালবাসা ছাড়া কিছু নেই 
তবু আজো হলো নাই দেখা 
কোনো নারীর নামকরণ 
হলো– ভালোবাসা ! 
সংবাদটি শেয়ার করুন