চড় ||| পুলক বড়ুয়া পৃথিবীতে আজ শান্তির খরা চলছে এ দুনিয়ায় স্বস্তির বড় অভাব দুর্লভ যুদ্ধের আকাল পড়েনি তার খামতি নেই শুধু শান্তি নেই চোখে পড়ে না তার বড় অভাব পৃথিবীতে এখন শান্তি কিংবা স্বস্তির দুর্ভিক্ষ মঙ্গা কোথাও প্রশান্তি নেই পৃথিবী ভরা দামামা, যুদ্ধের দুনিয়াতে কত যুদ্ধ অশিক্ষার কুশিক্ষার অপসংস্কৃতি কুসংস্কার দারিদ্র্য বৈষম্য অনটন সাম্য […]
তালে তালে তালাতালি |||| বিশ্বজিৎ মানিক তাল ছাড়া হয় না ভালো – গান গজল জারী সবার সাথে তাল দিয়েই – দিতে হবে পাড়ি। হাতে তাল কোলে শিশু – শরীর ঢাকা শাড়ি তালের সাথে তাল মিলিয়ে – যাচ্ছে গাঁয়ের নারী। মাথায় রাখা তাল চেপেছে – ঘোমটা খানা তার হাসি মাখা মুখে হাঁটে – সৌন্দর্য অপার। […]
তুমি আমি ও সে -পুলক বড়ুয়া যখন আমার কেউ ছিল না, তোমরা ছিলে দিবানিশি যখন আমি ওরা শূন্য —ভরা তবু মেশামেশি আমরা ছিলাম মুক্ত, স্বাধীন স্বপ্নলোকে মুগ্ধ, রঙিন । আমরা ছিলাম বিপুল মিশে আমরা ছিলাম অবাধ্য সব অবাধ-অবাক অকুতোভয়— সকাল-দুপুর-সন্ধ্যা-রাতে কাজ ছিল তো একটা মাত্র খুঁজতে খুঁজতে মিলনমেলা খুঁজতে খুঁজতে মেলার খেলা এটাসেটা কত্তো কিচ্ছু— […]