সাহিত্য ও কবিতা

পোনামাছ ধরা  |||| বিশ্বজিৎ মানিক

পোনামাছ ধরা  |||| বিশ্বজিৎ মানিক

 


গায়ের খালে, ছোট্ট ছেলে – ধরছে মাছের পোনা
জালটি ছিল, বাঁশের ফ্রেমে – তিনটি ছিল কোনা।


দুই কোনা তার, ডুবিয়ে রাখে – জলের গভীর নিচে
একটি কোনায়, ধরে ছেলে – টানছে তুলে পাছে।


জলের স্রোতে, কই এর পোনা – আসছে যখন ভেসে
হঠাৎ করেই আকাশ থেকে – বৃষ্টি নেমে আসে।


বৃষ্টির মাঝেই, ঐ ছেলেটি – ধরছে মাছের পোনা
মাথার উপর বজ্রপাতের – যাচ্ছিলো ডাক শোনা।


এমন সময় ঘটা করে – এলো ভীষণ ঝড়
জাল ফেলে তাই, ছেলে এবার – চলে এলো ঘর।


বলছে মা’কে, বিনয় করে – জলদি করে যাও
তিরিং বিরিং করছে ঝাঁকায় – ছোট্ট কই এর ছাও।


ঝড়ের তোরে, আঘাত পেয়ে – উল্টে যাবে ঝাঁকা
দেরি করে গেলে পরে – দেখবে ঝাঁকা ফাঁকা।


ছেলের কথায়, মা যখন – আসবে খালের পাড়ে
হাতল ভাঙ্গা, ছাতা একটি – ছিল তাদের ঘরে।


মা এসেছে, ঝাঁকা নিতে – ছাতা মাথায় দিয়ে
বাঁশের খোঁটায়, বাঁধা ঝাঁকা – গেলো ঘরে নিয়ে।


ঘরে গিয়ে, হঠাৎ দেখে – জোঁক ধরেছে পায়ে
মায়ের ছিল, জোঁকের ভীতি – কাঁদছে শুধু ভয়ে।


জোঁকের কামড় খেয়ে মায়ের – পায়ে রক্ত ঝরে
চাচী এসে বেঁধে দিলেন – পুরান কাপড় ছিড়ে।


এমন সময়, বাড়ি ফিরে – এলেন ছেলের বাবা
রাগে কটমট, করে বউকে – গালি দিলেন ‘ হাবা ‘।


জোঁক ধরেছে, কি হয়েছে? – ধরছে কতো আমায়
জোঁকের কামড় খেয়ে কভু – করছি নালিশ তোমায় ?


থুথু দিয়ে, জোঁক ছারিয়ে – ফেলছি অনেক দুর
হাল চষতে, মাছ ধরতে – মেরেছি প্রচুর।


কই এর পোনা, ধরছে ছেলে – ভুলে গেছে সবাই
জোঁক নিয়ে ঝগড়াঝাটি – করছে তারা তাই।


অবশেষে থামলো যখন – বজ্র, ঝড় ও বৃষ্টি
পাশের ঘরের দাদা এলেন – দিয়ে হাসি মিষ্টি।


ঝাঁকার মাঝে, বেশ আছে তো – ছোট্ট কই এর পোনা
কচি ডাটায় ভাজি খেতে – স্বাদ লাগে তায় দোনা।


কই এর পোনা দেখেই দাদার – ভীষণ হলো লোভ
জাল নিয়ে ফের খালে গিয়ে – ধরলো পোনা খুব।


২৯/০৫/২০২০ খ্রিস্টাব্দ।

 


সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন