সাহিত্য ও কবিতা

শিরোনামহীন |||| পুলক বড়ুয়া


শিরোনামহীন
-পুলক বড়ুয়া

এই বুক চিরে বয়ে চলা চঞ্চলা
           ওই ঝর্ণাটা তুমি
এঁকেবেঁকে ছুটে আসা চলে যাওয়া
               এই নদী     তুমি
তরঙ্গ-সাঁতার আমি তার
        পারাপার আমি তার
               এপার ওপার আমি তার

ওই জোড়পাহাড়, নাকি
     কাছের দূরের অটল যমজ পর্বত
নাকি, তোমার বুকের যুগল ভূগোল
        নাকি, তাঁবুর মতোন হৃদয়ে টানানো হাতছানি
আমার চোখের আলোয় হয়ে যাও তুমি
       শুধু শব্দমালা বর্ণমালা পঙ্ক্তিমালা
আমার কবিতার শুরু থেকে শেষের চরণ হয়ে
      আপাদমস্তক বিনিসুতোর বরণডালা

অপাঙ্ক্তেয় এই আমি কোন শিরোনামে
       জড়াব তোমায় কোথায় কোন
                উপমা রূপকে  প্রতীকে
অলঙ্কারের অঙ্গে অঙ্গে
     প্রতি অঙ্গে ভাবতরঙ্গে …
            এ কোন অন্তরঙ্গ উচ্চারণে










সংবাদটি শেয়ার করুন