শীতল চট্টোপাধ্যায়– এর দুটি কবিতা
স্বাধীন নিশান বলল
একটা সকাল ডাকছে এসে খুবই একদিন জোরে
ডাকটা শুনে ঘুম ভেঙে যায় রোদ না ফোটা ভোরে ৷
পনেরো তারিখ দিনটা সেদিন এবং আগস্ট মাস
স্বাধীনতা আসায় যেদিন ছড়ালো উচ্ছ্বাস ৷
পাড়ায় -পাড়ায় পড়ল সাড়া এবং বইল দেশে
নিজের হয়ে স্বাধীনতা আজকে গেছে এসে ৷
মাটির ওপর পরাধীনের লেগে থাকা দাগে
মুছে স্বাধীন রঙ লেগে যায় সদ্য অনুরাগে ৷
বিপ্লবীদের রক্ত নদী ,গিয়ে তারই তীরে
স্বাধীনতা বলছে- এলাম , আয়রে তোরা ফিরে ৷
ছুটছে কিশোর পতাকাটা উড়িয়ে তার হাতে
বলছে- পেলাম স্বাধীনতা আজকে প্রথম প্রাতে ৷
মাথার চুল ও ওড়না ওড়ায় এক কিশোরী মেয়ে
সেও বলে-স্বাধীনতা আজকে গেছি পেয়ে ৷
স্বাধীনতা বলল – আমায় শক্ত করে ধরে
বুকের ঘরে রাখ আমাকে , অন্তরে রাখ ভরে ৷
‘ভারতবর্ষ’ নামও দিলাম দেশের পুরুষ যত
নারীর নামও ‘ভারতমাতা’ থাকবে যা অক্ষত ৷
সেদিন থেকে স্বাধীনতা রইল সবার বুকে
স্বাধীন নিশান বলল- উড়ে ,সত্যি আছি সুখে ৷
ভাবেনা
পৃথিবীটা কবে সভ্য হয়ে হবেনা যুদ্ধ আর ,
দেশ-দেশকে কাড়ার হিংসা কেন চলে বারবার ৷
দেশ কাড়তে প্রাণ কাড়া কত ,প্রাণেরা ছুটছে ভয়ে
শিশুকেও পায়ে পিষ্ট ক’রে যোদ্ধা মরিয়া জয়ে ৷
পৃথিবী সভ্য বার্তায় যদি পায়রা ওড়ালো নীলে
এটা নেহাতই অভিনয় বলে সত্যিটা গরমিলে ৷
আফগান দেশে গান রুদ্ধয় মৃত্যুর কাছে প্রাণ
অধিকৃত যে দেশে এখন ফতোয়াতে তালিবান ৷
স্থাপত্য ধ্বংস হয়ে জমেছে স্বাধীনতা ভাঙা স্তুপ
পৃথিবী দেখল, কত প্রাণ – শিশু ভেতরে রইল চুপ ৷
আতঙ্কিতে আফগান নারী আঁধারে ঢেকেছে সব
আজ তারা শুধু দেহ মাত্র স্তব্ধ যে কলরব ৷
বাঁচা-মরা বোধ হারিয়ে যারা ওই পরাধীন দেশে
ওইখানে নারী মূল্যায়িত একটি বোরখা বেশে ৷
প্রাণ ছাড়া আর নেই যে কিছুই ওখানে বুঝছে নারী
তবুও বিশ্ব ভাবেনা ওদের মুক্তি দিতে তো পারি !!
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান