সাশ্রয় প্রত্যাশা |||| বিশ্বজিৎ মানিক
আজকের আবহাওয়া হয়ে গেছে মন্দ
হারিয়েছে খোকাবাবু কবিতার ছন্দ।
বহু ক্রোশ বহুদূর বাড়িঘর রেখে সে
চাকরির সুবাদে পরে আছে প্রবাসে।
চিন্তার কারণ হলো আর যদি বন্যা হয়
জল মাঝে থেকে তার মনো মাঝে ধরে ভয়।
মেঘালয়ের জল এসে ডুবে যায় জনপদ
ডুবে গেলে খোকাবাবু থাকবে কি নিরাপদ?
শহরের আশপাশ জলে আছে মগ্ন
দেখে তার হৃদয়টাই হয়ে যায় ভগ্ন।
তিন বার হয়ে গেছে ইতোপূর্বে বন্যা
ভয়ে ভীত হয়ে আছে স্ত্রী আর কন্যা।
মনে হয় উড়ো দিয়ে চলে যেতে বাড়িতে
কষ্টটা বেড়ে যায় চড়ে যেতে গাড়িতে।
বাড়ি যেতে গাড়ি তার বদলায় তিন বার
বিষয়টা একারণেই খুব বেশি চিন্তার।
বিভাগের তিন জেলায় আছে ভালো যোগাযোগ
বিচ্ছিন্ন সুনামগঞ্জ নেই তাতে সংযোগ।
ডিজিটাল দেশটাতে কেন এমন হলো ভাই?
সড়ক তো আছে ভালো যোগাযোগ কেন নাই?
জেগে উঠো জনতা সিন্ডিকেট ভেঙে দাও
হবিগঞ্জ- সিলেটকে সুনামগঞ্জ নিয়ে যাও।
চার জেলা এসে যাবে যোগাযোগের আওতায়
পড়তে হবেনা কারো এমনতর সমস্যায়।
সিলেটের কদমতলী আছে বাস টার্মিনাল
সারাদেশে গাড়ি গেলেও সুনামগঞ্জে ভার্চ্যুয়াল।
এদিকটায় চোখ দাও সিলেটের নেতাগণ
দুর্ভোগ বেড়ে গেলে ক্ষেপে যাবে জনগণ।
কুমারগাঁও এর বিআরটিসি কদমতলী নিয়ে নাও
চার জেলার যোগাযোগের সুযোগটা করে দাও।
যোগাযোগ ভালো হলে সময়টা বাঁচবেই
অর্থের অপচয় তাতে কিছু কমবেই।
সময় আর অর্থের হয়ে যাবে সাশ্রয়
সিন্ডিকেটের থাবা তাতে পাবেনাতো প্রশ্রয়।
নেতানেতৃ আছো যাঁরা হও সবে আগুয়ান
যোগাযোগ ভালো হলে বেড়ে যাবে জেলার মান।
১২/০৮/২০২০ খ্রিস্টাব্দ।