বিশ্ব

সমকামিতা ‘পাপ’, এ সম্পর্ককে কখনোই আশীর্বাদ নয় : পোপ ফ্রান্সিস

সমকামিতা ‘পাপ’, এ সম্পর্ককে কখনোই আশীর্বাদ নয় : পোপ ফ্রান্সিস

১৬ মার্চ ২০২১. সিবিএনএ অনলাইন ডেস্ক। সমকামিতা ‘পাপ’, সমলিঙ্গের সম্পর্ককে কখনোই আশীর্বাদ করা হবে না। সোমবার এমনই মত দিয়েছেন খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় যাজক পোপ ফ্রান্সিস। বলা বাহুল্য, ভ্যাটিক্যানের সঙ্গে এলজিবিটি সম্প্রদায়ের বিবাদ এই বক্তব্যে নতুন মাত্রা নেবে বলে মনে করা হচ্ছে। খবর সিএনএন এর।

সিএনএন জানিয়েছে, চার্চের এই অবস্থান বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েক লক্ষ সমকামী যুগলদের হতাশ করেছে। এক বিবৃতিতে পোপ,  সমকামিতা ‘পাপ’ বলে এটিকে ব্যক্তিগত পছন্দ বলেও উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, ঈশ্বরের পরিকল্পনাকে উদ্দেশ্যমূলক আদেশ হিসেবে চিহিৃত করা যায় না।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপের অনেকগুলো দেশ সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে। দুনিয়াজুড়ে ক্যাথলিক মতাবলম্বী সমকামীরা আশা করেছিলেন, সমকামিতা নিয়ে ভ্যাটিক্যানের চিন্তাধারা তাদের পক্ষে যাবে। তবে তাদের বিপক্ষে মত দিয়েছেন। এছাড়া শুধু সমকামী সম্পর্ক নয়, বিবাহ-বহির্ভূত সম্পর্ককেও সমর্থন করে না ভ্যাটিক্যান সিটি।

সংবাদটি শেয়ার করুন