ফিচার্ড বিশ্ব

১৮ মাস পর সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

১৮ মাস পর সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছিল দেশটি। শুক্রবার বিবিসির খবরে বলা হয়, আগামী নভেম্বর থেকে অস্ট্রেলিয়া তাদের আন্তর্জাতিক সীমান্ত খুলে দেবে।

প্রাথমিকভাবে কেবল করোনার টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী অস্ট্রেলীয় ও তাদের স্বজনরা ভ্রমণের সুযোগ পাবেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, সীমান্ত খুলে দেয়া হলে অস্ট্রেলীয়দের বিদেশ সফরে আর বাধা থাকছে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই অস্ট্রেলীয়রা বিদেশে যেতে পারবেন। তিনি জানান, দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিন দেয়া হয়ে গেলেই বিধিনিষেধ তুলে নেয়া হবে। সেটা হবে সপ্তাহ কয়েকের মধ্যেই। সরকার এখন সেই পরিকল্পনা তৈরি করছে।

করোনা সামলাতে ২০২০ সালে অস্ট্রেলিয়া তার সীমান্ত বন্ধ করে দেয়। এর পর থেকে বিদেশ থেকে নিজেদের কিছু সংখ্যক নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া কাউকে আসতে দেয়া হয়নি। যারা অস্ট্রেলিয়া গেছেন, তাদের বাধ্যতামূলকভাবে নিজেদের খরচে হোটেলে নিভৃতবাস করতে হয়েছে। অস্ট্রেলীয়দেরও বিদেশে যেতে দেয়া হয়নি।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন