২৪ জানুয়ারি: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৪ জানুয়ারি ২০২২, সোমবার; ১০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ; ২০ জমাদিউস সানি, ১৪৪৩। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি:
১৪৫৮ – প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
জন্ম:
৭৬ – রোমান সম্রাট হাদ্রিয়ান জন্মগ্রহণ করেন।
১৯৮৭ – উরুগুয়ের ফুটবল লুইস সুয়ারেজ জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন : সকালেই চা ছেড়ে খান ৬ খাবার, বদলে যাবে জীবন
মৃত্যু:
১৫৯৫ – অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ মৃত্যুবরণ করেন।