ফিচার্ড সাহিত্য ও কবিতা

রঞ্জনা রায় – এর একগুচ্ছ ক বি তা

রঞ্জনা রায় – এর একগুচ্ছ ক বি তা


১. নোঙর


অসংখ্য জনতার চোখের আড়ালে

বৈশাখী হাওয়ায় দোল খাওয়া

গাছের পাতারা কখনো গল্প বলে ।

 

অগণিত রাতের অন্ধকার চাদরের

ফাঁক দিয়ে জ্যোৎস্না সাজানো একটি

রূপালি চাঁদ হয়তো উঁকি মারে ।

 

স্কাইক্রেপারের আটত্রিশ তলায় যখন

মেঘেরা নিজেদের সাজিয়ে তোলে

তখন অনুভবে তোমার উত্তাপ

এক অচেনা রোদ্দুর হতে চেয়েও

হটাৎ বৃষ্টি হয়ে নেমে আসে ।

 

মারমেডের মত সাঁতার কেটেছি

বসন্ত আগুনে কবিতার খোঁজে ,

তোমার চোখের ঘনপল্লব ছায়ায় ।

 

আটত্রিশ তলার যে কোন সওদাগর মেঘ

যখন তীক্ষ্ণ নখের আঁচড়ে দিনরাতের

সবকটা সবুজ পর্দা ছিড়ে এগিয়ে আসে ,

তখন কেন তোমার একান্ত রক্তকরবী

হতে চেয়ে মেসেজ বক্সের নীলাভ আলোয়

আমার আমি নোঙরের দড়ি খোঁজে ?



২. শান্তির মশাল


শঙ্কা সামনে এসে দাঁড়ায়

শালগ্রাম শিলা সাজানো আছে কুলুঙ্গিতে

ভোরের প্রথম আলোয় কাটছে অন্ধকার

মসজিদে আজানের সুর বাজে ।


সবাই ভুলেছে সবার কথা

অশনি গহ্বরে বিষন্ন নীরবতা

ভূস্বর্গের বুকে কালরাত্রির নিঃশ্বাস

উদ্ধত বেয়নেট আর ছরারার উল্লাস ।


বিপদ আসছে রন্ধ্রে রন্ধ্রে উইপোকা বাসা বাঁধে

স্বেচ্ছাচার আর ধর্মে-ধর্মে হিংসার দাবানল

ফ্যাসিবাদ আজ জাঁকিয়ে বসেছে রাষ্ট্রের যাঁতাকলে

বিবেকবোধের স্বপ্ন ঘুড়ি মাঝপথে কাটা পড়ে ।


শান্তির মশাল জ্বেলে নিতে হবে

মানুষের অনুরাগে মানুষের শুভ কাজে

যুদ্ধ ভুলে বিভেদ ভুলে এগিয়ে চলেছি

আমরা মানুষ আমরাই সৃষ্টিকর্তা ।



৩. আগুন

সম্পর্কের মাঝে নিমগ্ন বসন্ত উত্তাপ

আবির রঙে সেজেছে নতুন সকাল।


দিনরাতের অনেক একঘেয়ে কথকতা

কড়া নাড়ে জীবনের জং ধরা দরজায় ।


ঘূর্ণির টানে অবিরাম অভিযান

জমছে বারুদের স্তুপ

বুকের অন্তরে না বলা কথার মহাপ্রলয় ।


পর্দার ওপারে দীপক রাগের আরোহী

জ্বলে ওঠে আগুন, শাশ্বত প্রেম ।



 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন