ফিচার্ড সাহিত্য ও কবিতা

পলাশ পোড়েল-এর দু’টি কবিতা

পলাশ পোড়েল-এর দু’টি কবিতা

———————————————————————————-

১. জীবনের ঘর- সংসার


আমার চেতনায় ছুঁয়ে থাকা নিরব বিশ্বাস,
সূর্যডুবে গেলে… আকাশপ্রদীপে পিতৃপুরুষ,
সন্ধ্যা দীপের আলো লাগে চোখে। ফিরে দেখি-
কখন ফাঁকি দিয়েছে মায়ের আঁচল…
চোখে একটা সমুদ্র রেখে চাঁদের দিকে চেয়ে থাকি।
তারপর…….
দহনে ছুঁয়ে যায় সে । মৃত ঘর- বেসুরো লাগে।
এসে বসি দাওয়ায়। ভাসানের গান ভেসে যায়……
বেহুলার মান্দাস চলে যায়।
সনাতন শব্দ বাজে অপ্সরা নূপুরে বড় কাছাকাছি
শীতের কুয়াশা নামে পরিচিত  জমিতে-
বিড়িরছাই উড়িয়ে আগুন নিই টেনে । ধোঁয়ার কুণ্ডলী…

———————————————————————————–

২. নৌকা ভাসাই জলে


নদীজানে তারপ্রেমে বেহুলারমতো ভেসেছি
ভাসতে ভাসতে ভাসান —
পাতা ঝরা গাছ জীবনের গন্ধ পায়,
নদীর বাঁকে মিলিয়ে যায় শরীর।
ঢেউয়ের তালে তালে নেচে যায় সংসার
চোখের জলের ঢেউ দুলতে দুলতে
ছুঁয়ে ফ্যালে সীমানা । নৌকা ভাসাই জলে—
ভালোবাসা জোছনা বিছায় নদীর চরে
নেতাধোপানীর ঘাটে —
বিশ্বাসের হাত, ভাঙে না স্বপ্ন
প্রাণ থেকে প্রাণের নিত্যধারায় প্রবাহ ,
সময়ের শিকড় ধরে এই কূলেই ভিড়েছে নৌকো।

——————————————————————————–


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন