ফিচার্ড সাহিত্য ও কবিতা

 শ্যাওলা ||||  শীতল চট্টোপাধ্যায়

(কিশোর প্রেমের কবিতা )
 শ্যাওলা ||||  শীতল চট্টোপাধ্যায়
————————————————————————————
ছাদের দরজা বন্ধ ছিল চাবিও তো ছিল তোলা

চাবিটাকে খুঁজে ইচ্ছে হল ছাদের দরজা খোলা ৷


হাট করে খোলা মনের দরজা সময় করেছে বন্ধ

পুরনো ছাদেই  খুঁজছি আবার নতুনে বাঁচার ছন্দ ৷


ধুলো-পাতা পড়া ছাদটাতে দিই আবার ঝাঁটা ও জল

একলা ছাদেতে একা আমাতে স্মৃতি করে জ্বল – জ্বল ৷


চোখ পাখিটার এ ছাদ ছাড়িয়ে ওই ছাদে গিয়ে ওড়া

ওই ছাদেতে নীল ফ্রকও চায়  ডানাতে এ চোখে জোড়া ৷


ইঁটের সংগে সুতো বেঁধেই কাগজেতে কথা ছুঁড়ি

দূরেতে ছিলুম তখন ছুঁতে বয়সের ঘরে কুড়ি ৷


আমার ওড়ানো ঘুড়িতে ওড়ায়  ওই মেয়ে মেলে মন

দু’ছাদ মাথাতে একটা ছাদেরই আকাশটা সারাক্ষণ ৷


হটাৎ সেদিন একলাটি আমি দেখিনা ও ছাদে কেউ

না দেখায় ভেঙে মনেতে প্রথম কষ্টে ভরানো ঢেউ ৷


ইঁটে বাঁধা ছোট কাগজ চোখেও ঝরল বৃষ্টি ধারা

ছাদের ওপরে  সাঁঝের কালোতে ওই ছাদ হল হারা ৷


ছাদ থেকে নেমে চলে আসা সেই ছাদটা ডাকেনা  আর

রঙিন ঘুড়িটা কেটে হয়েছে অনেক বছরই পার !


বড় বাইরেটা ছোট হয়ে যেতে আজ  ফের ছাদে যাই

দুটো ছাদেরই বয়স বেড়েছে শ্যাওলা পড়েছে তাই ৷


ওই ছাদে দেখি শুকোচ্ছে এক তারা আঁকা নীল শাড়ি

নীল ফ্রকটাই শাড়িতে বুঝি ছাদে পেতে আছে আড়ি ৷


দুই ছাদে আজও ডানা কাটায় সেই ঘুড়ি আছে পড়ে

স্মৃতির সুতোয় ইঁটের টুকরো  এ ছাদে-ও ছাদে ওড়ে৷



সংবাদটি শেয়ার করুন