নিউ ইয়র্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুঁইয়া আর নেই
নিউ ইয়র্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুঁইয়া আর নেই, চলে গেছেন না ফেরার দেশে। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুঁইয়া(৭৬)নিউইয়র্ক এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তিনি প্রায় ১ বছর কোমায় থাকা অবস্থায় (গত বছরের ১১ই মে সকালে কুইন্সের হিলসাইড এভিনিউর ফাতেমা গ্রোসারির পাশে পথ চলার সময় ছিনতাইকারির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন) শেষ। দুর্ঘটনার পর চিকিৎসকরা শতচেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি। তাঁর মৃত্যুতে নিউইয়র্কে শোকের ছায়া নেমে আসে। তিনি স্বাধীনতা-মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনা এবং বঙ্গবন্ধু আর বাংলাদেশের প্রতি অবিচল আমৃত্য ভক্ত ছিলেন।
আজ মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টারে। জানাযা শেষে তার কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধারা সর্বশেষ স্যালুট জানিয়েছেন বলে জানা গেছে। এ সময় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। পরবর্তিতে তার কফিন বাংলাদেশে পাঠানো হবে।