ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ এর কবিতা

বিপ্লব ঘোষ এর কবিতা


লজ্জা করে 

এই বয়সে রোজ হাঁটছি নিয়ম করে 
নজর রাখছি খুব খাওয়ার দিকে 
আর ভাবছি যে লন্ডন, ইটালি যাব 
জীবনে যেসব পোষাক পরিনি আজো ।
 
ইচ্ছে মতন আলমারি বোঝাই করি 
পুরনোগুলি যাকে যা পারি দিয়ে দিচ্ছি ।
 
সন্ধে নামে,নিঝুম হয়ে আসে পৃথিবী
নিজেকে দেখি, দাঁড় করাই 
আগুন জ্বলে– যেন অন্য একটি লোক 
লজ্জা করে না তোর এতদিন বাঁচতে ! 
 
যার দুটো সন্তান অকালে গেছে ছেড়ে ! 
 
——-
দার্শনিক 
 
এখন সহজ হবার মন্ত্র শিখে–ছি 
যখন অস্তাচলের আলোয় সোনা হয়েই গেছি ।
 
সূর্যের সুবিধা …
 
সে আবার ভোরে দেখা দেবে 
আমি চলে গেলে ফিরব না ।
 
যখন সবাই এসব বুঝতে পারে 
তখনই বেলাশেষের বাজনা বাজে 
অথচ সহজ হবার যে মন্ত্রের কথা বলছি 
বুঝতে গেলে বয়েস লাগে ।
 
দোষ করলেই খমা চাও 
কেউ  ভুল করলেই খমা করে দাও।
 
যেই মন্ত্র এখন সহজ মনে হয় 
কারণ হয়তো একটাই 
তীরে এলে দার্শনিক মন সহজ হতে শেখায় ।
 
——
 
তুমি 
 
তুমি চলে গেছে কবে থেকে 
ভাবছ বুঝি আসবে দোরে 
আমার শুধু আকাশ আছে 
সখী, খুঁজবে কেমন কোরে ! 
সংবাদটি শেয়ার করুন