টরন্টোয় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত
সিবিএনএ নিউজ ডেস্ক। গত ৩০শে রোববার সন্ধ্যায় টরন্টোস্থ বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন অফ কানাডার পক্ষ থেকে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয় ! বৈশ্বিক করোনা অতিমারীর কারণে প্রথম বারের মতো অনলাইনে উদযাপিত গৌতম বুদ্ধের জন্মতিথি, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বানের ত্রিস্মৃতি বিজড়িত এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন , টরন্টোর সুপরিচিত রবীন্দ্র সংগীত শিল্পী এবং এসোসিয়েশন এর সম্মানীয় সদস্যা মিসেস মোনালিসা চৌধুরী !
স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশন এর প্রেসিডেন্ট বড়ুয়া নিখিল লাভলু! বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন , কানন গার্ডিয়ান ফার্মেসির স্বত্তাধিকারী, সংগঠনের সম্মানীয় উপদেষ্টা ফার্মাসিস্ট কানন বড়ুয়া , সম্মানীয় উপদেষ্টা মি. রণৎ চৌধুরী এবং প্রকৌশলী অশোকাঙ্কুর বড়ুয়া !
পঞ্চশীল প্রার্থনা করেন সংগঠনের সম্মানীয় সিনিয়র সদস্যা মিসেস রন্জিতা বড়ুয়া ! ধম্মদেশনা প্রদান করেন উদীয়মান তরুন সাংঘিক ব্যক্তিত্ব শ্রীমৎ প্রজ্ঞাশ্রী ভিক্ষু ! অনুষ্ঠানে জয়মংগল অট্টগাথা পরিবেশন করেন টরন্টো র সুপরিচিত সংগীত শিল্পী এবং সম্মানীয় সদস্যা মিসেস সূচনা বড়ুয়া ! অনুষ্টানের অন্যতম আকর্ষন , প্রধান অথিতি হিসেবে জ্ঞাণগর্ভ ধম্মদেশনা প্রদান করেন কোলকাতা থেকে সংযুক্ত হয়ে বিচিত্র ধম্মকথিক,( সৌরভ গাঙ্গুলির দাদাগিরি খ্যাত) বিদর্শন শিক্ষক, বিদর্শনাচার্য্য শ্রীমৎ বুদ্ধরক্ষিত মহাথেরো মহোদয় ! তিনি এক ঘন্টারও বেশী সময় মহামানব বুদ্ধের বাণীগুলোর ব্যাখ্যাসহ ধম্মালোচনা করেন !
তিনি এই অনুষ্ঠানে কোলকাতা সময় ভোর চারটায় যোগদান করে দীর্ঘ সময় ধরে সুন্দর সাবলীল ভাবে ধম্মদেশনা প্রদান করে সবাইকে কৃতার্থ করেছেন ! অনুষ্ঠানে শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্মানীয় সদস্যা মিসেস এপি বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সম্মানীয় সদস্যা মিসেস অর্চি বড়ুয়া ! অনুষ্ঠান শেষে সংগীত শিল্পী মিসেস মোনালিসা চৌধুরী এবং সংগীত শিল্পী সূচনা বড়ুয়া একটি করে ভক্তিমূলক গান পরিবেশন করেন !!
#সংবাদ সংযোগঃ জীবক বড়ুয়া
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান