কানাডার সংবাদ ফিচার্ড

করোনাভাইরাস নিয়ে সাম্প্রতিক  কানাডার সর্বশেষ খবর

করোনাভাইরাস নিয়ে সাম্প্রতিক  কানাডার সর্বশেষ খবর

বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ নিউজ ডেস্ক, মন্ট্রিয়ল, কানাডা । ২৮ মে শুক্রবার কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ডাঃ থেরেসা ট্যাম বলেন, কানাডায় কোভিড -১৯ সংক্রমণের তৃতীয় তরঙ্গ হ্রাসের দিকে রয়েছে বলে মনে হচ্ছে এবং নতুন সংক্রমণের সংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে, তবে জনস্বাস্থ্য নিষেধাজ্ঞাগুলি সহজ করার এখনও সময় আসেনি।এ ব্যাপারে প্রাথমিক ইঙ্গিতগুলি হ’ল, কানাডা জুড়ে জনস্বাস্থ্য বিধিনিষেধের সংযোজন এবং টিকা দেওয়ার ক্রমবর্ধমান হার বৃদ্ধির জন্যই নতুন শনাক্ত সংখ্যা সীমাবদ্ধ রাখতে “অত্যন্ত কার্যকর” প্রমাণিত হচ্ছে।

২৮ মে শুক্রবার সন্ধ্যা ৭ টায় CTV News এর COVID-19 Tracking থেকে নেওয়া খবরে কানাডায় এ পর্যন্ত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ১৩ লক্ষ ৭৪ হাজার ২৭৫ জন।  যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বিভিন্ন প্রদেশে অনেকটাই কমে এসেছে  । কানাডায় COVID-19 এর Active case রয়েছে বর্তমানে ৩৯ হাজার  ৭৯৭ জন। কানাডায় এ পর্যন্ত  মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৫ হাজার ৪৪০ জন  এবং এ পর্যন্ত ক্যানাডায় সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৮ হাজারের অধিক মানুষ । পৃথিবীর ২য় বৃহওম দেশ কানাডায় রয়েছে ১০ টি প্রদেশ ও তিনটি টেরিটরী রয়েছে । কানাডায় করোনাভাইরাসে এ পর্যন্ত  আক্রানত রোগীর মধ্যে সনাক্ত ও মৃতের মধ্যে ৯০% বেশী রোগীই উল্লেখিত এ ৪টি বড় প্রদেশের  মধ্যে যথা ক্যুইবেক প্রদেশ, অন্টারিও প্রদেশ,  বৃটিশ কলম্বিয়ায় ও আলবার্টা  প্রদেশ। আজকের শুক্রবারের  খবরে কানাডায় নূতন শনাক্ত হয়েছে ৩২০৬ জন। ২৮ মে শুক্রবার সন্ধ্যার খবরে কানাডার বৃহওম প্রদেশ ক্যুইবেকে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লক্ষ  ৬৯ হাজার  ৩১৮জন এবং  এ পর্যন্ত ক্যুইবেকে মারা গেছেন  ১১ হাজার ১১৮ জন। ক্যুইবেক প্রদেশে নূতন একদিনেই ৪১৯ জন নতুন কেভিড -১৯-এর নতুন রোগী শনাক্ত হয়েছে।  লোক সংখ্যার দিক থেকে ক্যানাডার বৃহত্তম প্রদেশে  অন্টারিও প্রদেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৪৫৩ জন এবং অন্টারিও প্রদেশে  এ পর্যন্ত মারা গেছে  ৮ হাজার ৭১১ জন। অন্টারিও প্রদেশে খবরে একদিনে  আক্রান্ত হয়েছে ১২৭৩ জন। অন্টারিও প্রদেশ করোনাভাইরাসের Hot Spot হয়ে দাড়িয়েছিল। বর্তমানে  অন্টারিও প্রদেশে সংক্রমণ হ্রাস  পেতে শুরু হয়েছে। একই সাথে স্বাস্হ্য বিধিনিষেধও শিথিল হচ্ছে।

বৃটিশ কলম্বিয়া প্রদেশে  এ পর্যন্ত শনাক্ত হয়েছে  ১ লাখ ৪৩ হাজার ৫৮১ জন এবং  বৃটিশ কলম্বিয়া  প্রদেশে  এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৯২ জন।   আলবার্টা প্রদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে  ২ লাখ ২৬ হাজার ৪৪৯ জন এবং  আলবার্টায় প্রদেশে  এ পর্যন্ত মারা গেছে  ২ হাজার ২০৬ জন অধিক মানুষ।  হতাশার মধ্যেও আশার আলো এই যে. অনেক অনেক প্রতিক্ষার পর বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদভাবে  রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম কার্যকরী  ফাইজার বাইঅনট্যাকের, মডারনা  ভ্যাকসিন  দেওয়া  শুরু হয়েছে কানাডার বিভিন্ন প্রদেশে গত ডিসেম্্বর থেকে। Oxford and এসষ্ট্রোজেনেকা vaccine ও দেওয়া হচ্ছে। এ পর্যন্ত কানাডায় ২২.৩ মিলিয়ন ভ্যাকসিন কানাডায় মানবদেহে প্রয়োগ করা হয়েছে। ৫৪% অধিক কানাডার মানুষ ১ ডোজ ভ্যাকসিন পেয়েছে। ক্যুইবেকের ৫৬% মানুষ এ পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহ তান্ডব কানাডার ক্যুইবেক প্রদেশে কমে আসার কারণে আগামী ২৮মে থেকে মন্ট্রিয়ল সহ কুইবেকের অন্যানা শহরে রাএিকালীন কারফিউ তুলে নেয়া হবে। খোলা হচ্ছে রেস্টুরেন্টগুলোর টেরাস। মুভি থিয়েটার ও স্টেডিয়ামগুলোও খুলে দেয়া হবে শর্ত সাপেক্ষে। দুই পরিবারের আটজন সদস্য নিয়ে ব্যাকইয়ার্ডে পার্টি করা যাবে ২৮মে থেকেই।

আগামী ৩১মে রেস্টুরেন্টের ডাইনিং, জিম খুলে দেয়া হবে কিছু বিধান জারী রেখে।এদিন থেকে হাইস্কুলগুলোর উঁচু ক্লাশের অল্টারনেটিভ ডে অনলাইন শিক্ষাক্রম বন্ধ করে পুরোদমে প্রাতিষ্ঠানিক ক্লাশ শুরু হবে।

২০২১ সাল বিশ্ব করোনামুক্ত হয়ে কানাডাসহ সারা বিশ্বে অর্থনৈতিক উন্নতির চাকা গতিশীল হবে এবং মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে-এ প্রার্থনা ও প্রত্যাশা রইলো  সর্বান্তকরণে।

সূত্র : CTV  নিউজ, কানাডা  ২৮মে ২০২১


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন