বড়শি পেতে পুকুর ঘাটে – ধরছে খোকা মাছ
লক ডাউনে প্রথম খোকার – বঁড়শি হলো টাচ
আম পিঁপড়া’র বাসা থেকে – মাছের আধার নিয়ে
বসলো খোকা পুকুর ঘাটে – বঁড়শি দু’টো লয়ে।
প্রথম ছিপেই বড়শিতে তার – লাগলো বিরাট শোল
আনন্দে মন পুকুর পাড়ে – পড়লো হুলস্থুল
কৈ ধরেছে গোটা কয়েক – তিনটে হলো শিং
আহ্লাদিত কন্যাটি তার – নাচে তিড়িংবিড়িং।
মাছ নিয়ে সে আসলো বাড়ি – কাটতে দিলো ঘরে
চা দিয়ে তার গিন্নি বলে – যাও না পুকুর পাড়ে
বঁড়শি দিয়ে আর ক’টা মাছ – ধরতে যদি পারো
আনন্দে মাছ খাবো সবাই – লাগবে যে স্বাদ আরো।
আনবো তুলে কঁচি ডাটা – রাঁধবো মাছের রসা
পুকুর ঘাটের মাছ দিয়ে আজ – ভোজন হবে খাসা
গিন্নীর কথা শুনে খোকার – উৎসাহ যায় বেড়ে
চা খেয়ে সে আবার গেলো – পুকুর ঘাটের পাড়ে।
ঘাটের পাশে বঁড়শি ফেলে – বসলো যখন খোকা
কাঁকড়া এসে ঠোকর দিয়ে – মারছে কেবল ধোঁকা
অবশেষে লাগলো এসে – চারটে পুঁটি মাছ
শেষ হলো তার বঁড়শি শিকার – এমনতর আজ।
১০/০৪/২০২১ খ্রিস্টাব্দ।