প্রবাসের সংবাদ

নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেমিনার

নাইজেরিয়ার আবুজা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেমিনার

দূতাবাস প্রেরীত সংবাদ/সিবিএনএ নিউজ ডেস্ক/ নাইজেরিয়া ১৭ মার্চ২০২১ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আবুজা বিশ্ববিদ্যালয়ে আফ্রিকা ও বহির্বিশ্বে বঙ্গবন্ধুর দর্শনের প্রাসঙ্গিকতার ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নাইজেরিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক নাইজেরিয়ার আবুজা বিশ^বিদ্যালয়ে ১৭ মার্চ ২০২১ সকালে ‟আফ্রিকা ও বহির্বিশে^ বঙ্গবন্ধুর দর্শনের প্রাসঙ্গিকতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমগ্র বিশ্বে মানব মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনার ওপর আলোকপাত করা হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে আবুজা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল-রাশিদ না’আল্লা, মাসুদুর রহমান, নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং একই বিশ্ববিদ্যালয়ের এশিয়া স্টাডিজ সেন্টারের পরিচালক প্রফেসর প্রফেসর মুসা ওলাওফে অংশ নেন।

উপাচার্য না’আল্লা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে বঙ্গবন্ধু একজন দুরদর্শী মহান নেতা ছিলেন। এ প্রসঙ্গে উপাচার্য মন্তব্য করেন, ‟বঙ্গবন্ধুর চারিত্রিক দৃঢ়তা-ই বাংলাদেশের স্বাধীনতা এনে দেয় এবং আজকের বাংলাদেশকে উপহার দেয়”। দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করতে গিয়ে জনাব আব্দুল-রাশিদ না’আল্লা বলেন যে, আগামী দিনগুলোতে মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে আবুজা বিশ^বিদ্যালয় এবং বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করে যাবে। এ প্রসঙ্গে তিনি শিক্ষা ও গবেষণা খাতে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। মূল প্রবন্ধ পাঠ করতে গিয়ে, প্রফেসর মুসা ওলাওফে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পর্কের ওপর বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন যে, আজকের চ্যালেঞ্জিং সময়ে আফ্রিকাসহ বহির্বিশে^ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক। তিনি এ সময়ে তার মূল প্রবন্ধ পাঠ করেন।

সমাপনী বক্তব্যে জনাব মাসুদুর রহমান, হাইকমিশনার ১৯৪৭ সালের পটভূমিকা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ের বিভিন্ন পর্বের উপর আলোকপাত করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর বলতে গিয়ে জনাব রহমান উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু নিপীড়িত ও মুক্তিকামী মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন যে, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ছিলেন না, তিনি সমগ্র বিশে^র বঞ্চিত মানুষের অধিকার আদায়ের অগ্রনায়ক ছিলেন। আফ্রিকার জনগণ ও বহির্বিশ্বে বঙ্গবন্ধুর দর্শনের প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করতে গিয়ে হাইকমিশনার অবহিত করেন যে, ‟সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়” ছিল বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির মূল মন্ত্র। তিনি আরো বলেন যে, আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে উপনিবেশবাদ, সামরাজ্যবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে অর্থনৈতিক মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর সমর্থন ছিল। দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আলোকপাত করতে গিয়ে হাইকমিশনার আগামী দিনগুলোতে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই সেমিনারে আবুজা বিশ^বিদ্যালয়ের দু’জন ডেপুটি ভাইস চ্যান্সেলর, ফ্যাক্যাল্টি প্রধানগণ এবং প্রায় দুইশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেয়া অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে তাদের গভীর আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে নাইজেরিয়ার কন্ঠশিল্পী প্রিন্সেস বোলা ইজাজি এর কন্ঠে ‟যদি রাত পোহালে শোনা যেত .. ..” গানটি পরিবেশন করা হয় এবং ৭ই মার্চের ভাষণের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

মিশনের অনুষ্ঠানাদি :

মিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে ১৭ মার্চ ২০২১ সকাল ৮ টায় হাইকমিশনার কর্তৃক মিশন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের কর্মসূচি শুরু হয়। হাইকমিশনার ও তাঁর সহধর্মিনী, মিশনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর, তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফেরাত এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের বাণীসমূহ পাঠ করা হয়। আলোচনা পর্বে, হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর সুদূর প্রসারী এবং অমূল্য অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠান শেষে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

মিশন কর্তৃক চ্যারিটি অনুষ্ঠান :

বিকেলে আবুজাস্থ সিটি রিফিউজি অরফ্যানেজে একটি অনাড়ম্বর চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাইকমিশনারসহ অন্যান্য কর্মকর্তাদের সহধর্মিনীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেক কাটা, অনাথ শিশুদের মিষ্টি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেলুন ওড়ানো ও গান পরিবেশন করা হয়

Seminar on Relevance of Philosophy of Bangabandhu in Africa and Beyond held at Abuja University in Nigeria to mark Birth Centenary of Father of the Nation

 As a part of celebratory programmes of Bangladesh High Commission, Abuja, Nigeria to observe the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, a seminar was held on ‘Relevance of Philosophy of Bangabandhu in Africa and Beyond’ in Abuja University, Abuja, Nigeria on 17 March 2021 in the morning. The seminar focused on Bangabandhu’s philosophy and thoughts on foreign policy, international relations and struggle for emancipation of mankind across the world. Professor Abdul-Rasheed Na’Allah, Vice Chancellor of Abuja University and Mr. Masudur Rahman, High Commissioner of Bangladesh and Professor Dr. Musa Olaofe, Director of Asian Studies Centre of the university were discussants, among others.

In his welcome remarks, Professor Abdul-Rasheed Na’Allah mentioned that Bangabandhu was a great visionary leader. The Vice Chancellor observed, ‘It is the strength of Bangabandhu’s character that has led Bangladesh’s independence and what Bangladesh today is’’. Focusing on bilateral relations, Mr. Na’Allah informed that Abuja University would continue to collaborate with Bangladesh High Commission in Abuja to celebrate the Mujib Year and Golden Jubilee of Independence of Bangladesh in future while stressing the need for further strengthening bilateral relations between Bangladesh and Nigeria in the field of education and research. While delivering his keynote speech, Professor Olaofe elaborately discussed Bangabandhu’s philosophy and thoughts on bilateral, regional and multilateral relations for regional peace and development. He said that in today’s challenging times, Bangabandhu’s political philosophy continues to be relevant around African region and beyond. He presented a keynote paper at this time.

At the concluding remarks, Mr. Masudur Rahman, High Commissioner highlighted the phases of emergence of independence of Bangladesh including partition of India and from language movement to the liberation war. Mr. Rahman mentioned that Bangabandhu never compromised on the question of the rights of the oppressed and freedom-loving people of then Bangladesh while adding that Bangabandhu was not only the architect of independence of Bangladesh but also a forerunner in realizing the rights of the deprived people of the world. Focusing on the relevance of Bangabandhu’s philosophy in African people and beyond, High Commissioner informed that ‘Friendship to all, malice towards none’ was the masterstroke of Bangabandhu’s foreign policy while adding that Bangabandhu supported the struggle against colonialism, imperialism and apartheid for economic freedom of African people and beyond. Highlighting on bilateral relations between the two countries, the High Commission pledged to work together to strengthen the existing friendly relations between Bangladesh and Nigeria.

Two Deputy Vice Chancellors, faculty heads and about 200 students were present at the seminar, held at the Library Hall of the University. Professors and students expressed their keenness about Bangabandhu and Bangladesh while participating in Question and Answer session. A song (If it could be heard when night was over that Bangabandhu had not died…/Jodi Raat Pohale Shona Jeto….) was rendered by eminent Nigerian singer Mrs. Princess Bola Ezeji and a documentary on the historic 7th March speech was screened.

Ceremonial Event at the Mission:

 It may be mentioned here that Birth Centenary of Bangabandhu and National Children’s Day resumed at 8 am on 17 March 2021 with the hoisting of national flag at the Chancery by the High Commissioner in presence of the officials of the Mission. Floral wreath was placed at the portrait of Bangabandhu by the High Commissioner along with his spouse, officials of the Mission and their family members followed by one minute-silence and a special prayer for the salvation of the departed souls of Bangabandhu, his martyred family members and martyrs of the War of Liberation. Messages from President, Prime Minister, Foreign Minister and State Minister for Foreign Affairs were read out. During the discussion meeting, Mr. Masudur Rahman paid rich tribute to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman for his visionary leadership for the independence of Bangladesh. He urged everyone to work together under the able leadership of Hon’ble Prime Minister Sheikh Hasina to build ‘Golden Bengal’ as dreamt by Bangabandhu.  The guests were served with traditional Bangladeshi cuisine. The programme was attended by officials of the Mission along with their families and expatriate nationals.

Charity events by Bangladesh Mission in Abuja at orphanage:

In the afternoon, a charity event is held at the City of Refuge Orphanage, Abuja where High Commissioner and officials of the Mission along with their spouses participated. The program included cutting of cake, sharing of sweets and essentials to the orphanage, followed by releasing of birth centenary ballons and rendition of special songs for the Birth Centenary and National Children’s Day.

 


সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন