সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর ৪ দিন ব্যাপী ২য় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন।
মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চার (০৪) দিন ব্যাপী ২য় আলোকচিত্র প্রদর্শনী আজ ০৩ আগস্ট ২০২১ তারিখ হতে সিউলে শুরু হয়েছে। সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ইয়াংওয়ান কর্পোরেশনের সহযোগিতায় উক্ত কর্পোরেশনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীটি আগামী ০৬ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। দূতাবাস ও ইয়াংওয়ান কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান জনাব সাং কি-হাক ফিতা কেটে যৌথভাবে প্রদর্শনীটির উদ্বোধন করেন। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রথম আলোকচিত্র প্রদর্শনীটি গত ০৯-১৩ জুলাই ২০২১ তারিখ সিউল শহরের প্রাণকেন্দ্র গাংনামের থিও গ্যালারিতে কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজন করা হয়।
সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা ইসলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার রাজনৈতিক কর্মকাণ্ড এবং অবদানের প্রতি আলোকপাত করে তিনি বলেন যে, প্রদর্শনীর আলোকচিত্রগুলোতেও তাঁর সেই সুবিশাল কর্মযজ্ঞ প্রতিফলিত হয়েছে। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল কলেজ, সুংকুনকোয়ান বিশ্ববিদ্যালয়, হানসাং বিশ্ববিদ্যালয়, কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস এবং সিউল উইমেন ইউনিভার্সিটি এলাকায় আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, এই প্রদর্শনী দক্ষিণ কোরিয়ার বন্ধুপ্রতিম জনগণকে তথা তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর এবং তাঁর রূপকল্প, দর্শন ও মতাদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যানের অবদানের কথা উল্লেখ করে তিনি এ প্রদর্শনী আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য চেয়ারম্যান জনাব সাং কি-হাককে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান জনাব সাং কি-হাক বাংলাদেশ দূতাবাসের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই প্রশংসনীয় উদ্যোগের সাথে ইয়াংওয়ান কর্পোরেশনকে সম্পৃক্ত করবার জন্য তিনি সিউলস্থ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিস্ময়কর আর্থ-সামাজিক অগ্রযাত্রার কথাও তুলে ধরেন। পরবর্তীতে, রাষ্ট্রদূত আবিদা ইসলাম চেয়ারম্যান জনাব সাং কি-হাককে বঙ্গবন্ধুর‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ উপহার প্রদান করেন। উল্লেখ্য, সিউলস্থ বাংলাদেশ দূতাবাস গত ০১ জুলাই ২০২১ তারিখে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকাশনাটির মোড়ক উন্মোচন করে।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার নাগরিকবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ অংশগ্রহণ করেন। আগত অতিথিবৃন্দকে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর‘অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ উপহার প্রদান করা হয়। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘বঙ্গবন্ধু দ্য পিপল’স হিরো’-এর কোরিয়ান সংস্করণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর অন্যান্য প্রকাশনা প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত ডকুমেন্টারি এবং সেই সাথে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণও সম্প্রচার করা হয় যা প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। প্রদর্শনীতে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়।
প্রদর্শনীটি আগামী ০৬ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে বিকেল ০৫.০০ ঘটিকা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সিউল, ০৩ আগস্ট ২০২১।
Second Photo Exhibition on the life and legacy of Bangabandhu organized by the Embassy of Bangladesh
As part of its ongoing celebration of ‘Mujib Year’, a second photo exhibition on the life and legacy of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman began on 03 August 2021, Tuesday at Seoul. The Embassy of Bangladesh in Seoul organized this four-day-long event till 06 August 2021 in partnership with the Youngone Corporation at the cultural space of the Youngone Corporation in Seoul. In presence of the officials of the Embassy of Bangladesh in Seoul and Youngone Corporation, the invited dignitaries and the members of the Bangladesh Community, Ambassador Abida Islam and Chairman of the Youngone Corporation Mr. Sung Ki-hak jointly inaugurated the exhibition by a ribbon-cutting ceremony. Mentionable, the Embassy organized the 1st photo exhibition on the life and legacy of Bangabandhu at the heart of Seoul in partnership with the Korean Culture Association on 09-13 July 2021 at the THEO Gallery, Gangnam.
In her welcome remarks, Ambassador Abida Islam paid profound tribute to the memory of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman-the greatest Bangalee of all time. Highlighting the different aspects of Bangabandhu’s political activities and contributions, she said that Bangabandhu’s enormous activities have been well reflected in the photographs displayed at the exhibition. She expressed hope that this photo exhibition, organized in the area close to the Medical College of Seoul National University, Sungkyunkwan University,Hansung University, Korea National University of Arts, and Seoul Women University in Seoul will generate interest among the friendly people of Korea especially the young generation to learn more about Bangabandhu and his vision, ideology and legacy. Ambassador Islam also expressed her sincere gratitude to Chairman Mr. Sung Ki-hak for his kind support in organizing the photo exhibition.
In his speech, Chairman Mr. Sung Ki-hak expressed his delight for the opportunity to become a partner with the Embassy of Bangladesh in organizing the photo exhibition on life and legacy of Bangabandhu. In his remarks, he also highlighted the impressive socio-economic developments of Bangladesh in recent years. Later on, Ambassador Abida Islam presented a copy of the Korean version of Bangabandhu’s ‘Unfinished Memoirs’ to the Chairman which was unveiled by the Embassy at an event in a local hotel organized on 01 July 2021.
The program was attended by the Korean nationals, members of the civil society, and the expatriate Bangladesh community living in Seoul. The guests were also presented with a copy of the Korean version of ‘The Unfinished Memoirs’. As part of the event, the Korean versions of ‘The Unfinished Memoirs’, ‘BANGABANDHU THE PEOPLE’S HERO’ and the Historic 7thMarch Speech of Bangabandhu have been displayed along with other publications on Bangabandhu. Moreover, documentaries on the life and works of Bangabandhu will continue to be screened throughout the exhibition. The invitees of the event were then entertained with traditional Bengali cuisine.
The exhibition will continue till 06 August 2021 and it is open for all.
Seoul, 03 August 2021.
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান