মেঠোপথ, আলো-আঁধারি
তিলেক অতিক্রান্ত তোমার চলন-বলন
এখনও থির হয়ে দাঁড়িয়ে আছে
ওইখানে আকাশ স্থির, বাতাস-শূন্যতা
দ্যাখা যায় না এখনও হাওয়া
ওইখানে তুমি নেই, ওইখানে তুমি ছিলে না—
তবু, তুমি জুড়ে বসেছিলে উড়ে এসে
ওইখানে রাত্রি কাঁপিয়ে তুমি এসেছিলে
ওইখানে রাত্রি দাপিয়ে তুমি বেড়িয়েছিলে
ওইখানে বাতাসের টুঁটি চেপে ধরে তুমি কথা বলেছিলে
ওইখানে অন্ধকারের তূণে তুমি
তীরের মতো সেজে খাড়া দাঁড়িয়েছিলে
ওইখানে অন্ধকারের বুকে তুমি হীরের মতো বিঁধেছিলে
নিকষ আন্ধারে নিঃশব্দে বেজেছিলে
তোমার কথাগুলো মাছের কাঁটার মতো
গলায় আটকে গিয়েছিল
আমরা মেঠোপথ থেকে মেঠোপথে চলে গ্যাছি
আমরা আপাদমস্তক দূরত্ব-গন্তব্য ভুলে গ্যাছি
আমরা মিশেছি, সব ভুলে
মূলরোমে, তৃণমূলে, রসমূলে !