সাহিত্য ও কবিতা

নারী দিবস ।।।। মধুবন চক্রবর্তী

নারী দিবস ।।।। মধুবন চক্রবর্তী


যে নারীকে বৃক্ষ ভেবে আশ্রয় নিলে
আঁকড়ে ধরলে আটলান্টিক পেরোবে বলে
তাকেই পড়ালে অবিশ্বাসী কাজল।
যে নারীকে বন্ধু ভেবে প্রেয়সির ভালবাসা জানালে
সেই তোমার জানালা গলে কেচ্ছা ওড়াল ফানুসের মতো
যে নারীকে মুক্তির পথ ‘প্রেম’ বলে জড়িয়ে ধরলে ভালবাসায়
সেই নারীকেই পরাধীনতার নাগপাশে জড়ালে অত্যাচারী শাসকের মতো
যে নারীকে আজও বোরখার আড়ালে লুকোতে হয় স্বর্গীয় সৌন্দর্য
সেই অপ্সরার জন্যই এত পরিক্রমা?
যে নারীর গর্ভে তোমার জীবন
সেই নারীতেই যে তোমার মুক্তি, তোমার জীবন মৃত্যু।
এটুকু তো বুঝুক তোমার নারীদিবস।
সংবাদটি শেয়ার করুন