ফিচার্ড সাহিত্য ও কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর কবিতা


বছর কুড়ি পর:
মাঝে মধ্যে চলে যাবে চোখের আড়ালে
জীবন চলে যাবে প্রায় বছর কুড়ি পার
ঝরে যাবে পাতা, বয়ে যাবে হেমন্তের বাতাস
কুয়াশা বৃষ্টিতে বয়ে যাবে দিন জলের মতন
তার সাথে চলে যাবে সময় আর ভালোবাসা নিজের মতন, হয়তো বছর কুড়ি পর হঠাৎ দেখা হবে
বুকের ভেতর পার ভাঙবে ঢেউয়ের শব্দে
ভেসে যাবে আমরা অবলীলাক্রমে
ভেসে যাবে কথা বার্তা দিন রাত্রি অমোঘ আবার
তবু মাঝে মধ্যে চোখের আড়াল হতে হয়

আবার দেখা হয়ে যাবে বছর কুড়ি পর এখন আর নয়।।



বৈশাখী বাতাস:
দূর থেকে ভেসে আসে বৈশাখী মেঘ
ভেসে আসে তোমার শহর থেকে আমার শহরে
বেদনা জড়ানো ঠান্ডা হাওয়া
ছুটে আসে কিছু এলোমেলো মেঘ
কিছুটা সময় বৃষ্টি ভেজা
কিছুটা রোদে পোড়া, আর অধিকাংশ সময় দুঃখ জড়ানো, কবেকার বৈশাখী বাতাস এখনও আনকোরা।।

দিনের মতন:
দিনের মতন মানুষগুলো আসে আর যায়
তারা চলে যাওয়ার পর থেকে যায় নিন্দা
, প্রশংসার ছিটে ফোঁটা, রয়ে যায় গরম চায়ের ধোঁয়া
আর পিছনে পড়ে থাকে বৃষ্টি ভেজা দিন
কুয়াশামাখা সময়, খাঁ খাঁ দুপুর
দিন আসার মতন মানুষগুলো আসে, আবার চলে যায়।।



সংবাদটি শেয়ার করুন